Ajker Patrika

বিতর্কিত ওয়াইড-নো বলে রিভিউ চান তাইজুলদের সাবেক গুরু

বিতর্কিত ওয়াইড-নো বলে রিভিউ চান তাইজুলদের সাবেক গুরু

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি বিতর্কিত নো বল। গত সপ্তাহে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে নো বল প্রসঙ্গ উত্তাপ ছড়িয়েছিল ভারতীয় ক্রিকেটে। 

মাঠে নেমে পড়েছিলেন দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরে। দুই ব্যাটারকে তুলে নিতে চেয়েছিলেন অধিনায়ক ঋষভ পন্ত। মোস্তাফিজুর রহমানের দলের সে রাতের কাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। কিউই কিংবদন্তি  বিতর্কিত নো বল ও ওয়াইড বলেও রিভিউ চালুর দাবি জানিয়েছেন। 

তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের সাবেক গুরু ভেট্টরি বলেছেন, ‘আমার মনে হয় সব রকম ওয়াইড এবং উচ্চতার কারণে ডাকা নো বলের ক্ষেত্রে খেলোয়াড়দের রিভিউ নেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আমরা প্রায় দেখছি আম্পায়াররা এমন সব সিদ্ধান্তে ভুল করছেন। আমার মতে, খেলোয়াড়েরা এই বিষয় আম্পায়ারের চেয়ে ভালো বোঝে।’

৪৩ বছর বয়সী ভেট্টরি মনে করেন, আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফলে প্রভাব ফেলে। ওয়াইড বলের ক্ষেত্রে কোথায় আম্পায়াররা ভুল করেন, সেটিও তুলে ধরেছেন সাবেক কিউই স্পিনার, ‘উইকেটরক্ষকেরা কোথায় বল ধরছে, তা দেখে আম্পায়াররা বারবার ভুল সিদ্ধান্ত দিচ্ছেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এসব বলে বেশির ভাগ ব্যাটার রান নিতে পারেন না। আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত ম্যাচে ফলে প্রভাব ফেলছে, যা কখনোই কাম্য নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত