পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে শেষ তিন ম্যাচের দুটিতে জিতে ২-২ ব্যবধানে সিরিজ সমতা করেছে কিউইরা। মার্ক চ্যাপম্যানের সৌজন্যেই এই ফল করতে পারে সফরকারীরা।
গতকাল রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন চ্যাপম্যান। টি-টোয়েন্টির অভিষেক সেঞ্চুরিতে ম্যাচ-সেরার সঙ্গে সিরিজ-সেরাও হয়েছেন তিনি। পরে আরও বড় সংবাদ পেয়েছেন এই অলরাউন্ডার। সিরিজের দুর্দান্ত নৈপুণ্যের জন্য কিউইদের ওয়ানডে সিরিজেও ডাক পেয়েছেন তিনি।
টি-টোয়েন্টির মতোই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে চ্যাপম্যানকে দলে রাখার বিষয়ে কিউইদের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলিং আক্রমণের বিপক্ষে মার্ক যেভাবে খেলেছে তা দুর্দান্ত। পঞ্চম ও সিরিজ নির্ধারণী ম্যাচে তার ম্যাচ-জয়ী ব্যাটিং বিশেষ কিছু এবং ওয়ানডে দলে এমন অবিশ্বাস্য ফর্মে থাকা কাউকে যোগ করতে পেরে আমরা খুশি।’
চ্যাপম্যান এমন এক সময় ব্যাটিংয়ে নেমেছিলেন, যখন ম্যাচ থেকে অনেকটা ছিটকে গিয়েছিল নিউজিল্যান্ড। ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ ওভারে মাত্র ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল কিউইরা। সেখানে থেকে ৫৭ বলে ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ম্যাচ জেতান তিন। ১১ চারের বিপরীতে ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। তবে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ২৫ বলে ৪৫ রান করা অলরাউন্ডার জিমি নিশাম। এতে ৬ উইকেটের জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ ব্যবধানে সমতা করে তাঁরা। চতুর্থটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
অভিষেকে সেঞ্চুরির জন্য অবশ্য শাদাব খানকে একটা ধন্যবাদ দিতে পারেন চ্যাপম্যান। শাদাবের বদান্যতায় সেঞ্চুরিটি পেয়েছেন তিনি। ব্যক্তিগত ৬৭ রানের সময় তাঁর সহজ ক্যাচ ছাড়েন পাকিস্তানি অলরাউন্ডার। তাঁর ক্যাচ ছাড়ার মাশুল পরে পাকিস্তানকে দিতে হয়েছে। সিরিজে ৫ ম্যাচে ব্যাটিং করে ২৯০ রান করেছেন চ্যাপম্যান। এক সেঞ্চুরি বিপরীতে ২ ফিফটি করেছেন তিনি।
পরে সংবাদ সম্মেলনে ম্যাচ হারার জন্য শাদাবকেই দায়ী করেছেন বাবর আজমও। কেননা, তিনি যখন ক্যাচ ছেড়েছেন তখন ৩৮ বলে ৭০ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। অধিনায়ক বাবর বলেছেন, ‘অবশ্যই ওই ক্যাচ ছাড়ায় আমাদের ম্যাচ হারতে হয়েছে। অতীতে শাদাব দলের জন্য দুর্দান্ত পারফর্ম করেছে। একটা সিরিজে পারফরম্যান্স ভালো হয়নি বলে তাকে ভিন্ন দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই। আমরা তাকে সমর্থন করব এবং সে আবার ছন্দে ফিরে আসবে।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে শেষ তিন ম্যাচের দুটিতে জিতে ২-২ ব্যবধানে সিরিজ সমতা করেছে কিউইরা। মার্ক চ্যাপম্যানের সৌজন্যেই এই ফল করতে পারে সফরকারীরা।
গতকাল রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন চ্যাপম্যান। টি-টোয়েন্টির অভিষেক সেঞ্চুরিতে ম্যাচ-সেরার সঙ্গে সিরিজ-সেরাও হয়েছেন তিনি। পরে আরও বড় সংবাদ পেয়েছেন এই অলরাউন্ডার। সিরিজের দুর্দান্ত নৈপুণ্যের জন্য কিউইদের ওয়ানডে সিরিজেও ডাক পেয়েছেন তিনি।
টি-টোয়েন্টির মতোই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে চ্যাপম্যানকে দলে রাখার বিষয়ে কিউইদের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলিং আক্রমণের বিপক্ষে মার্ক যেভাবে খেলেছে তা দুর্দান্ত। পঞ্চম ও সিরিজ নির্ধারণী ম্যাচে তার ম্যাচ-জয়ী ব্যাটিং বিশেষ কিছু এবং ওয়ানডে দলে এমন অবিশ্বাস্য ফর্মে থাকা কাউকে যোগ করতে পেরে আমরা খুশি।’
চ্যাপম্যান এমন এক সময় ব্যাটিংয়ে নেমেছিলেন, যখন ম্যাচ থেকে অনেকটা ছিটকে গিয়েছিল নিউজিল্যান্ড। ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ ওভারে মাত্র ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল কিউইরা। সেখানে থেকে ৫৭ বলে ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ম্যাচ জেতান তিন। ১১ চারের বিপরীতে ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। তবে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ২৫ বলে ৪৫ রান করা অলরাউন্ডার জিমি নিশাম। এতে ৬ উইকেটের জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ ব্যবধানে সমতা করে তাঁরা। চতুর্থটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
অভিষেকে সেঞ্চুরির জন্য অবশ্য শাদাব খানকে একটা ধন্যবাদ দিতে পারেন চ্যাপম্যান। শাদাবের বদান্যতায় সেঞ্চুরিটি পেয়েছেন তিনি। ব্যক্তিগত ৬৭ রানের সময় তাঁর সহজ ক্যাচ ছাড়েন পাকিস্তানি অলরাউন্ডার। তাঁর ক্যাচ ছাড়ার মাশুল পরে পাকিস্তানকে দিতে হয়েছে। সিরিজে ৫ ম্যাচে ব্যাটিং করে ২৯০ রান করেছেন চ্যাপম্যান। এক সেঞ্চুরি বিপরীতে ২ ফিফটি করেছেন তিনি।
পরে সংবাদ সম্মেলনে ম্যাচ হারার জন্য শাদাবকেই দায়ী করেছেন বাবর আজমও। কেননা, তিনি যখন ক্যাচ ছেড়েছেন তখন ৩৮ বলে ৭০ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। অধিনায়ক বাবর বলেছেন, ‘অবশ্যই ওই ক্যাচ ছাড়ায় আমাদের ম্যাচ হারতে হয়েছে। অতীতে শাদাব দলের জন্য দুর্দান্ত পারফর্ম করেছে। একটা সিরিজে পারফরম্যান্স ভালো হয়নি বলে তাকে ভিন্ন দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই। আমরা তাকে সমর্থন করব এবং সে আবার ছন্দে ফিরে আসবে।’
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১২ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১৪ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১৪ ঘণ্টা আগে