Ajker Patrika

একাই ১০ উইকেট নিয়ে ভারতীয় পেসারের বিরল রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
১০ উইকেট নিয়ে ভারতীয় পেসার আনশুল কাম্বোজের বিরল রেকর্ড। ছবি: এএফপি

দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।

ভারতে রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপ সি-এর ম্যাচে প্রথম ইনিংসে কেরালার সবগুলো উইকেট নিয়েছেন হরিয়ানার কাম্বোজ। লাহিলের চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিনে দুই উইকেট নেন কাম্বোজ। দ্বিতীয় দিনও খেলা হয়নি ঠিকঠাক। এ দিন তাঁর প্রাপ্তি ছয় উইকেট। আজ তৃতীয় দিন সকালে বাকি দুই উইকেটও নেন তিনি।

রঞ্জি ট্রফির ইতিহাসে কোনো বোলারের একাই ১০ উইকেট নেওয়ার তৃতীয় ঘটনা এটি। ১৯৫৫-৫৬ মৌসুমে বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি আসামের বিপক্ষে নিয়েছিলেন ২০ রানে ১০ উইকেট। ১৯৮৫-৮৬ মৌসুমে বিদার্ভর বিপক্ষে রাজস্থানের পেসার প্রদীপ সুন্দারাম ৭৮ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট শিকার করা ষষ্ঠ ভারতীয় বোলার আনশুল। বাকি তিনজন হলেন—লেগ স্পিনার শুভাষ গুপ্ত, কিংবদন্তি অনিল কুম্বলে ও পেসার দেবাশিস মোহান্তি। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন কুম্বলে।

২৩ বছর বয়সী কাম্বোজ আগেও প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট শিকার করেছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে পুরো মৌসুমেই দারুণ ছন্দে আছেন তিনি। এই বছর ভিজায় হাজারে ট্রফিতে ৫০ ওভারের টুর্নামেন্টে হরিয়ানার ঐতিহাসিক প্রথম শিরোপা জয়ে বড় অবদান রাখেন কাম্বোজ। শিকার করেছেন ১৭ উইকেট।

সবশেষ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে অভিষেকও হয়ে কাম্বোজের। তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। তবে আগামী নিলামে নজর থাকবে এই পেসারের দিকেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত