ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
ভারতে রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপ সি-এর ম্যাচে প্রথম ইনিংসে কেরালার সবগুলো উইকেট নিয়েছেন হরিয়ানার কাম্বোজ। লাহিলের চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিনে দুই উইকেট নেন কাম্বোজ। দ্বিতীয় দিনও খেলা হয়নি ঠিকঠাক। এ দিন তাঁর প্রাপ্তি ছয় উইকেট। আজ তৃতীয় দিন সকালে বাকি দুই উইকেটও নেন তিনি।
রঞ্জি ট্রফির ইতিহাসে কোনো বোলারের একাই ১০ উইকেট নেওয়ার তৃতীয় ঘটনা এটি। ১৯৫৫-৫৬ মৌসুমে বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি আসামের বিপক্ষে নিয়েছিলেন ২০ রানে ১০ উইকেট। ১৯৮৫-৮৬ মৌসুমে বিদার্ভর বিপক্ষে রাজস্থানের পেসার প্রদীপ সুন্দারাম ৭৮ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট শিকার করা ষষ্ঠ ভারতীয় বোলার আনশুল। বাকি তিনজন হলেন—লেগ স্পিনার শুভাষ গুপ্ত, কিংবদন্তি অনিল কুম্বলে ও পেসার দেবাশিস মোহান্তি। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন কুম্বলে।
২৩ বছর বয়সী কাম্বোজ আগেও প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট শিকার করেছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে পুরো মৌসুমেই দারুণ ছন্দে আছেন তিনি। এই বছর ভিজায় হাজারে ট্রফিতে ৫০ ওভারের টুর্নামেন্টে হরিয়ানার ঐতিহাসিক প্রথম শিরোপা জয়ে বড় অবদান রাখেন কাম্বোজ। শিকার করেছেন ১৭ উইকেট।
সবশেষ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে অভিষেকও হয়ে কাম্বোজের। তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। তবে আগামী নিলামে নজর থাকবে এই পেসারের দিকেও।
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
ভারতে রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপ সি-এর ম্যাচে প্রথম ইনিংসে কেরালার সবগুলো উইকেট নিয়েছেন হরিয়ানার কাম্বোজ। লাহিলের চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিনে দুই উইকেট নেন কাম্বোজ। দ্বিতীয় দিনও খেলা হয়নি ঠিকঠাক। এ দিন তাঁর প্রাপ্তি ছয় উইকেট। আজ তৃতীয় দিন সকালে বাকি দুই উইকেটও নেন তিনি।
রঞ্জি ট্রফির ইতিহাসে কোনো বোলারের একাই ১০ উইকেট নেওয়ার তৃতীয় ঘটনা এটি। ১৯৫৫-৫৬ মৌসুমে বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি আসামের বিপক্ষে নিয়েছিলেন ২০ রানে ১০ উইকেট। ১৯৮৫-৮৬ মৌসুমে বিদার্ভর বিপক্ষে রাজস্থানের পেসার প্রদীপ সুন্দারাম ৭৮ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট শিকার করা ষষ্ঠ ভারতীয় বোলার আনশুল। বাকি তিনজন হলেন—লেগ স্পিনার শুভাষ গুপ্ত, কিংবদন্তি অনিল কুম্বলে ও পেসার দেবাশিস মোহান্তি। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন কুম্বলে।
২৩ বছর বয়সী কাম্বোজ আগেও প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট শিকার করেছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে পুরো মৌসুমেই দারুণ ছন্দে আছেন তিনি। এই বছর ভিজায় হাজারে ট্রফিতে ৫০ ওভারের টুর্নামেন্টে হরিয়ানার ঐতিহাসিক প্রথম শিরোপা জয়ে বড় অবদান রাখেন কাম্বোজ। শিকার করেছেন ১৭ উইকেট।
সবশেষ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে অভিষেকও হয়ে কাম্বোজের। তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। তবে আগামী নিলামে নজর থাকবে এই পেসারের দিকেও।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৯ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১১ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১১ ঘণ্টা আগে