রানা আব্বাস, নিউইয়র্ক থেকে
একবার চিন্তা করুন, বাংলাদেশের কোনো জাতীয় দৈনিক ক্রিকেট খেলাটা বোঝাতে একটি বিশেষ প্রতিবেদন বা ফিচার প্রকাশ করলে, তাতে পাঠকের মনে কী বিস্ময় আর বিরক্তি তৈরি করবে! এখন বাংলাদেশের ঘরে ঘরেই তো ‘ক্রিকেট বিশেষজ্ঞ’! দল আর দলের খেলোয়াড়দের চুলচেরা বিশ্লেষণে আগের মতো শুধু চায়ের কাপেই ঝড় ওঠে না, দর্শকদের ক্রিকেটজ্ঞান প্রকাশের বড় জায়গা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
অথচ জগদ্বিখ্যাত নিউইয়র্ক টাইমসের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া প্রতিবেদকদের এখন একটা গুরুদায়িত্ব পালন করতে হচ্ছে তাঁদের পাঠকদের ক্রিকেটের মৌলিক বিষয় বোঝাতে। মার্কিন মুলুকে এত বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যেখানে ২০টা দল অংশ নিচ্ছে—যতই সারা বছর পত্রিকার পাতাজুড়ে বাস্কেটবল, বেসবল, আমেরিকান ফুটবল জায়গা পাক; এখন ক্রিকেটের জন্য একটা ভালো জায়গা দিতে হবে। প্রতিযোগিতাটি যে তাদের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। নিউইয়র্ক টাইমস সে কারণে প্রথম ও খেলার পৃষ্ঠায় ক্রিকেট নিয়ে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বকাপ উদ্বোধনীর দিনে।
পাঠকদের ক্রিকেট বোঝাতে একটা বক্স স্টোরিও করেছে নিউইয়র্ক টাইমস। লেখাটার শিরোনাম হচ্ছে, ‘আ (ভেরি) কুইক গাইড টু আন্ডারস্ট্যান্ডিং ক্রিকেট’। লেখায় বেসবলের সঙ্গে ক্রিকেটের কতটা মিল, সেটা বোঝানো হয়েছে। সেখানে সিএলআর জেমসের বিখ্যাত ‘বিয়ন্ড বাউন্ডারি’ বইয়ের একটা কথাও উল্লেখ করা হয়েছে, ‘ক্রিকেট হচ্ছে সবচেয়ে বেশি নাটকীয় প্রদর্শনী। এটাতে থিয়েটার পাবেন, ব্যালে পাবেন, ওপেরা পাবেন, নাচও পাবেন।’
হঠাৎ ব্যাট-বলের এই বিশাল লড়াইয়ে উপমহাদেশের প্রবাসীদের বিপুল উন্মাদনা দেখে মার্কিনরাও কখনো কখনো কিছুটা কৌতূহলী হয়ে বোঝার চেষ্টা করছে খেলাটা সম্পর্কে। বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচে দায়িত্বরত এক পুলিশ সদস্য যেমন বাংলাদেশি এক আলোকচিত্রীকে বারবার জিজ্ঞেস করছিলেন, এক ওভারে কতটি উইকেট পড়তে পারে, কত রান হতে পারে!
বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচ শেষে লং আইল্যান্ড থেকে নিউইয়র্ক শহরে ফেরার পথে মেট্রোতে পরিচয় কেভিন নামের এক মার্কিন তরুণের সঙ্গে। আর দশজন মার্কিনের মতো ক্রিকেট সম্পর্কে তাঁরও খুব একটা ভালো ধারণা নেই। তাঁর প্রিয় খেলা স্কোয়াশ আর আমেরিকান ফুটবল। ক্রিকেট না বুঝলেও কেভিন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, ‘আপনাদের দলের অবস্থা কী? লুকিং গুড?’
মাঠের যাচ্ছেতাই পারফরম্যান্সের বিবরণ শোনার পরও কেভিন মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে বললেন, ‘চিন্তা করবেন না, দেখবেন সামনে ঘুরে দাঁড়াবে। খেলায় এমন হতেই পারে।’ খেলা না বুঝলেও তাঁর এ সৌজন্যবোধে মুগ্ধ না হয়ে উপায় নেই।
একবার চিন্তা করুন, বাংলাদেশের কোনো জাতীয় দৈনিক ক্রিকেট খেলাটা বোঝাতে একটি বিশেষ প্রতিবেদন বা ফিচার প্রকাশ করলে, তাতে পাঠকের মনে কী বিস্ময় আর বিরক্তি তৈরি করবে! এখন বাংলাদেশের ঘরে ঘরেই তো ‘ক্রিকেট বিশেষজ্ঞ’! দল আর দলের খেলোয়াড়দের চুলচেরা বিশ্লেষণে আগের মতো শুধু চায়ের কাপেই ঝড় ওঠে না, দর্শকদের ক্রিকেটজ্ঞান প্রকাশের বড় জায়গা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
অথচ জগদ্বিখ্যাত নিউইয়র্ক টাইমসের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া প্রতিবেদকদের এখন একটা গুরুদায়িত্ব পালন করতে হচ্ছে তাঁদের পাঠকদের ক্রিকেটের মৌলিক বিষয় বোঝাতে। মার্কিন মুলুকে এত বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যেখানে ২০টা দল অংশ নিচ্ছে—যতই সারা বছর পত্রিকার পাতাজুড়ে বাস্কেটবল, বেসবল, আমেরিকান ফুটবল জায়গা পাক; এখন ক্রিকেটের জন্য একটা ভালো জায়গা দিতে হবে। প্রতিযোগিতাটি যে তাদের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। নিউইয়র্ক টাইমস সে কারণে প্রথম ও খেলার পৃষ্ঠায় ক্রিকেট নিয়ে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বকাপ উদ্বোধনীর দিনে।
পাঠকদের ক্রিকেট বোঝাতে একটা বক্স স্টোরিও করেছে নিউইয়র্ক টাইমস। লেখাটার শিরোনাম হচ্ছে, ‘আ (ভেরি) কুইক গাইড টু আন্ডারস্ট্যান্ডিং ক্রিকেট’। লেখায় বেসবলের সঙ্গে ক্রিকেটের কতটা মিল, সেটা বোঝানো হয়েছে। সেখানে সিএলআর জেমসের বিখ্যাত ‘বিয়ন্ড বাউন্ডারি’ বইয়ের একটা কথাও উল্লেখ করা হয়েছে, ‘ক্রিকেট হচ্ছে সবচেয়ে বেশি নাটকীয় প্রদর্শনী। এটাতে থিয়েটার পাবেন, ব্যালে পাবেন, ওপেরা পাবেন, নাচও পাবেন।’
হঠাৎ ব্যাট-বলের এই বিশাল লড়াইয়ে উপমহাদেশের প্রবাসীদের বিপুল উন্মাদনা দেখে মার্কিনরাও কখনো কখনো কিছুটা কৌতূহলী হয়ে বোঝার চেষ্টা করছে খেলাটা সম্পর্কে। বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচে দায়িত্বরত এক পুলিশ সদস্য যেমন বাংলাদেশি এক আলোকচিত্রীকে বারবার জিজ্ঞেস করছিলেন, এক ওভারে কতটি উইকেট পড়তে পারে, কত রান হতে পারে!
বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচ শেষে লং আইল্যান্ড থেকে নিউইয়র্ক শহরে ফেরার পথে মেট্রোতে পরিচয় কেভিন নামের এক মার্কিন তরুণের সঙ্গে। আর দশজন মার্কিনের মতো ক্রিকেট সম্পর্কে তাঁরও খুব একটা ভালো ধারণা নেই। তাঁর প্রিয় খেলা স্কোয়াশ আর আমেরিকান ফুটবল। ক্রিকেট না বুঝলেও কেভিন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, ‘আপনাদের দলের অবস্থা কী? লুকিং গুড?’
মাঠের যাচ্ছেতাই পারফরম্যান্সের বিবরণ শোনার পরও কেভিন মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে বললেন, ‘চিন্তা করবেন না, দেখবেন সামনে ঘুরে দাঁড়াবে। খেলায় এমন হতেই পারে।’ খেলা না বুঝলেও তাঁর এ সৌজন্যবোধে মুগ্ধ না হয়ে উপায় নেই।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৩ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৩ ঘণ্টা আগে