ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি ভাসিয়ে নিয়েছে বৃষ্টিতে। ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে বাংলাদেশ ঝালিয়ে নিতে পাচ্ছে একটি ম্যাচ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ। দুই প্রতিবেশীর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।
স্টার স্পোর্টস যেহেতু ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার স্বত্ব পেয়েছে, তাই বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে স্টার স্পোর্টসে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।
বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ কোনো প্রস্তুতি ম্যাচ। ২ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। একই দিন সকাল সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, ভারত পড়েছে দুটি ভিন্ন গ্রুপে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একই মাঠে বাংলাদেশ ১০ জুন খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮,১৩ ও ১৭ জুন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।
২১,২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সব ম্যাচ হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে। বাংলাদেশ সিরিজটি হেরেছে ২-১ ব্যবধানে। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই দুই দলের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি ভাসিয়ে নিয়েছে বৃষ্টিতে। ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে বাংলাদেশ ঝালিয়ে নিতে পাচ্ছে একটি ম্যাচ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ। দুই প্রতিবেশীর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।
স্টার স্পোর্টস যেহেতু ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার স্বত্ব পেয়েছে, তাই বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে স্টার স্পোর্টসে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।
বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ কোনো প্রস্তুতি ম্যাচ। ২ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। একই দিন সকাল সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, ভারত পড়েছে দুটি ভিন্ন গ্রুপে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একই মাঠে বাংলাদেশ ১০ জুন খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮,১৩ ও ১৭ জুন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।
২১,২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সব ম্যাচ হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে। বাংলাদেশ সিরিজটি হেরেছে ২-১ ব্যবধানে। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই দুই দলের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ।
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।
১ ঘণ্টা আগেদুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে...
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এবং ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে।
২ ঘণ্টা আগেপারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
৪ ঘণ্টা আগে