নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইসিসির কোনো প্রতিযোগিতায় এখনো শিরোপা জেতা হয়নি বাংলাদেশ জাতীয় দলের। এমনকি এখন পর্যন্ত কোনো আসরে সেই সম্ভাবনাও তৈরি করতে পারেননি বাংলাদেশ দল। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ আছে সেই আক্ষেপ ঘুচানোর। এই প্রতিযোগিতায় যদিও খেলা হবে না তামিম ইকবালের। তামিম তাই পাখির চোখ করছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে। সেখানেই শিরোপা উৎসবে মাততে চান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার দল ঘোষণার আগেই এই আসর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। বাঁ হাতি এই ওপেনারের ব্যস্ততা এখন নেপালে শুরু হতে যাওয়া এভারেস্ট লিগ নিয়ে। গতকাল শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডের ফেসবুক পেজ ‘চিলিং উইথ রাসেল’-এ এক লাইভ আড্ডায় বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন তামিম।
সেই আড্ডায় লম্বা সময় ধরে ক্রিকেট খেলেও বড় কিছু জিততে না পেরে হতাশ তামিম বলেছেন, ‘ক্রিকেটে আমার এখনো অনেক কিছু অর্জনের আছে। আমার বয়স এখন ৩২-৩৩। আরও কয়েক বছর আমার হাতে আছে। ওয়ানডে দলের নেতৃত্ব এখন আমার কাঁধে। আমি, সাকিব, মুশফিক এবং মাহমুদউল্লাহ আমরা লম্বা সময় ধরে খেলছি। কিন্তু আইসিসি ইভেন্ট বিবেচনা করলে আমি বড় কিছু জিততে পারিনি। আমরা ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। তবে বড় কিছু জেতা হয়নি। আমার মনে হয়, ২০২৩ বিশ্বকাপ আমাদের বড় সুযোগ।’
এ সময় ২০২৩ বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে তামিম আরও বলেন, ‘প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়কেরা বলেছেন যে আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই। আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। শুধু খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব শিরোপা জিততে।’
আইসিসির কোনো প্রতিযোগিতায় এখনো শিরোপা জেতা হয়নি বাংলাদেশ জাতীয় দলের। এমনকি এখন পর্যন্ত কোনো আসরে সেই সম্ভাবনাও তৈরি করতে পারেননি বাংলাদেশ দল। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ আছে সেই আক্ষেপ ঘুচানোর। এই প্রতিযোগিতায় যদিও খেলা হবে না তামিম ইকবালের। তামিম তাই পাখির চোখ করছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে। সেখানেই শিরোপা উৎসবে মাততে চান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার দল ঘোষণার আগেই এই আসর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। বাঁ হাতি এই ওপেনারের ব্যস্ততা এখন নেপালে শুরু হতে যাওয়া এভারেস্ট লিগ নিয়ে। গতকাল শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডের ফেসবুক পেজ ‘চিলিং উইথ রাসেল’-এ এক লাইভ আড্ডায় বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন তামিম।
সেই আড্ডায় লম্বা সময় ধরে ক্রিকেট খেলেও বড় কিছু জিততে না পেরে হতাশ তামিম বলেছেন, ‘ক্রিকেটে আমার এখনো অনেক কিছু অর্জনের আছে। আমার বয়স এখন ৩২-৩৩। আরও কয়েক বছর আমার হাতে আছে। ওয়ানডে দলের নেতৃত্ব এখন আমার কাঁধে। আমি, সাকিব, মুশফিক এবং মাহমুদউল্লাহ আমরা লম্বা সময় ধরে খেলছি। কিন্তু আইসিসি ইভেন্ট বিবেচনা করলে আমি বড় কিছু জিততে পারিনি। আমরা ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। তবে বড় কিছু জেতা হয়নি। আমার মনে হয়, ২০২৩ বিশ্বকাপ আমাদের বড় সুযোগ।’
এ সময় ২০২৩ বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে তামিম আরও বলেন, ‘প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়কেরা বলেছেন যে আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই। আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। শুধু খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব শিরোপা জিততে।’
গাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
১ ঘণ্টা আগেথ্রিলার মুভির গল্পকেও যেন ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
২ ঘণ্টা আগে২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১৪ ঘণ্টা আগে