Ajker Patrika

বিশ্বকাপে অনিশ্চিত উইলিয়ামসনের আরোগ্য কামনায় বাবর 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১২: ১৬
বিশ্বকাপে অনিশ্চিত উইলিয়ামসনের আরোগ্য কামনায় বাবর 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে কেইন উইলিয়ামসন এখন হয়তো আফসোস করছেন। মারাত্মক চোটে পড়ায় অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলা এখন অনেকটাই অনিশ্চিত উইলিয়ামসনের। চোটগ্রস্ত নিউজিল্যান্ডের এই ব্যাটারের আরোগ্য কামনা করেছেন বাবর আজম। 

গত রাতে বাবর নিজের টুইটার অ্যাকাউন্টে উইলিয়ামসনের সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন। নিজের সঙ্গে উইলিয়ামসনের ছবি পোস্ট করে পাকিস্তান অধিনায়ক লিখেছেন, ‘ভালোভাবে ফিরে এসো। দ্রুত সুস্থ হয়ে ওঠো কেইন উইলিয়ামসন।’ বাবরের এই শুভেচ্ছা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। চোটে পড়া একজন খেলোয়াড়ের প্রতি বাবরের শুভকামনাকে ক্রিকেট ভক্তরা বেশ প্রশংসা করেছেন।

গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে ৩১ মার্চ শুরু হয় ১৬তম আইপিএল। প্রথম ম্যাচেই রুতুরাজ গায়কোয়াডের নিশ্চিত ছক্কা হওয়া শট ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছাড়েন উইলিয়ামসন। পরে জানা গেল, ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। এরপর আইপিএল থেকে তো ছিটকে গেছেনই, এমনকি বিশ্বকাপটাও ঝুঁকিতে ফেলে দিয়েছেন কিউই এই ব্যাটার। 

এর আগে গত বছর ফর্মহীনতায় ভোগা বিরাট কোহলির শুভকামনায় সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন বাবর। পাকিস্তানের অধিনায়ক টুইট করেন, ‘এই সময় খুব দ্রুত কেটে যাবে।’ এরপর বাবরের টুইটের প্রশংসা করেছিলেন ভারতীয় এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত