Ajker Patrika

উত্তেজনায় পানি ঢাললেন সাকিবের স্ত্রী 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪০
উত্তেজনায় পানি ঢাললেন সাকিবের স্ত্রী 

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) টানা পাঁচ ম্যাচে পেয়েছেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। ফরচুন বরিশালকে নেতৃত্বও দিচ্ছেন সামনে থেকে। সবার আগে দলটিকে তুলেছেন বিপিএলের শেষ চারে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে তাই সাকিব আল হাসানকে কিনতে হুমড়ি খেয়ে পড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো—এমনটাই ভেবেছিলেন তাঁর ভক্তরা। কিন্তু সবাইকে চমকে দিয়ে অবিক্রীতই রয়ে গেছেন সাকিব। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেও বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে কিনতে আগ্রহ দেখায়নি কেউ।

ফর্মের তুঙ্গে থাকতেও সাকিব কেন আইপিএলে ব্রাত্য হয়ে পড়লেন—সবার মনে যখন এই প্রশ্ন, তখন উত্তরটা এল সাকিবের ঘর থেকেই। তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির আজ সামাজিক যোগাযোগ মধ্যমে দল না পাওয়ার কারণ খোলাসা করেছেন। লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, বেশ আগেই দুটি দল ওর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। তারা জানতে চেয়েছিল, সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রীলঙ্কা সিরিজ থাকায় সে খেলতে পারত না। যে কারণে তাকে কেউ কেনেনি।’ 

আইপিএল শিরোপা নিয়ে শাহরুখ খানের সঙ্গে সাকিব-শিশিরএ বছর না পেলেও আগামীতে দল পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে শিশির আরও লিখেছেন, ‘এটা আসলে খুব বড় বিষয় নয়। ভবিষ্যৎ বলে একটা কথা আছে। দল পেলে ওকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিস করতে হতো। তখন কি সবাই একই কথা বলতেন অথবা তাকে বিশ্বাসঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় পানি ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।’ 

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের কদর বরাবরই কম। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে যে এখনো সেভাবে উন্নতি করতে পারেননি তাঁরা। 
তবে সাকিব ছিলেন ব্যতিক্রম। পরে তাতে যোগ দেন মোস্তাফিজুর রহমানও। ক্যারিয়ারের শুরুর দিকে দুবার (২০০৯ ও ২০১০ সালে) নিলামে অবিক্রীত ছিলেন সাকিব। এরপর একবার নিষেধাজ্ঞা, আরেকবার জাতীয় দলের ব্যস্ততা ছাড়া খেলেছেন নিয়মিত। 

bhetoreবড় তারকা হওয়ার পর এবারই প্রথম হতাশ হতে হলো সাকিবকে। ১০ দলের মেগা নিলামে কেউ বিশ্বসেরা অলরাউন্ডারকে কিনতে আগ্রহ দেখায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত