Ajker Patrika

বৃষ্টির পর বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টির পর বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে রাজত্ব করছে দক্ষিণ আফ্রিকা। হাঁটছে বড় সংগ্রহের পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে দু শ ছাড়িয়েছে প্রোটিয়ারা (২১৭ /৩ *)। তাদের রানের গতি কিছুটা হলেও কমিয়ে দিয়েছে বিরূপ প্রকৃতি। বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনে বিশ মিনিট খেলা হয়নি। 

বৃষ্টির আগেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার। অধিনায়ক ডিন এলগার ও কিগান পিটারসেন ভালোই ভুগিয়েছেন বাংলাদেশের বোলারদের। ওয়ানডে মেজাজে ৮৯ বলে ১০ চারে ৭০ রান করেন এলগার। তাঁর সঙ্গী পিটারসেন বিদায় নেন ৬৪ বলে। ১২৪ রানের ইনিংস তিনি সাজান নয়টি চারে। 

আজ সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ফিফটি পার করে দক্ষিণ আফ্রিকা। সারেল এরউই ২৪ রানে আউট হন। খালেদ আহমেদের বলে কিপার লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় নেন প্রোটিয়া ওপেনার। পরে এলগার ও পিটারসেনের ব্যাটে এগোতে থাকে স্বাগতিকেরা। দুজনকেই দ্বিতীয় সেশনে বিদায় করেন স্পিনার তাইজুল ইসলাম। 

পিটারসেনকে এলবির ফাঁদে ফেলেন তাইজুল। দলের সংগ্রহ তখন ১৮৪। তাঁরে এলগার লিটনের গ্লাভসে ক্যাচ দেন এলগার। আউট হওয়া প্রোটিয়াদের দ্বিতীয় ব্যাটার তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেটে আছেন টেম্বা বাভুমা (৪৮) ও রায়ান রিকেলটন (১৬)। দুজনই ব্যাট করেছেন আদর্শ টেস্ট মেজাজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত