Ajker Patrika

পরের টেস্টে নিউজিল্যান্ডকেই ফেবারিট মানছেন তামিম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৩: ৫৭
পরের টেস্টে নিউজিল্যান্ডকেই ফেবারিট মানছেন তামিম

ঘরের মাঠে বিশ্বের সব দলের কাছেই অপ্রতিরোধ্য এক নাম নিউজিল্যান্ড। ২০১৭ সাল থেকে নিজেদের দুর্গে পরাজয় শব্দের সঙ্গে পরিচয় নেই তাদের। তার ওপর টেস্ট ক্রিকেটের প্রথম বিশ্বচ্যাম্পিয়নের মুকুটও তাদের মাথায়। সেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে অনন্য এক ইতিহাসের জন্ম দিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড আরও বড় বিভীষিকার নাম। ২০০১ সাল থেকে যে পরাজয় সঙ্গী হয়েছে, গত ২০ বছরে সেটা জমতে জমতে ৩২-এ পৌঁছেছে। রূপকথার এক জয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট বাংলাদেশের সেই যাত্রায় ছেদ টেনেছে। তবে তাতেও ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ফেবারিট মানছেন না তামিম ইকবাল। 

প্রথম টেস্টেও পরিষ্কার ফেবারিট হিসেবে শুরু করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টেও কিউইরা ফেবারিট হিসেবেই শুরু করবে বলে মনে করেন চোটের কারণে এবারের নিউজিল্যান্ড সফরে দলে না থাকা তামিম। দলের সঙ্গে না থাকলেও টিভির পর্দায় নিশ্চয়ই সতীর্থদের খেলা দেখেছেন তিনি। ক্রাইস্টচার্চ টেস্ট নিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘পরের টেস্টেও নিউজিল্যান্ড ফেবারিট। কিন্তু বাংলাদেশেরও সুযোগ আছে।’ 

বাণিজ্যিক প্রতিষ্ঠান নগদের প্রচারণার উদ্দেশ্যে গত রাতে এক ফেসবুক লাইভে আসেন তামিম। সেখানে এক প্রশ্নের উত্তরে এই বাঁহাতি ওপেনার আরও বলেন, ‘আমাদের সমস্যা হলো, একটা জয় বা একটা ইনিংসের পর আমরা খুব তাড়াতাড়ি মতামত দিই। আমি কয়েক দিন আগে বলেছিলাম, সোহান (নুরুল হাসান) সম্ভবত বাংলাদেশের সেরা উইকেটকিপার। কোনো সন্দেহ নেই, আমি শতভাগ নিশ্চিত। সে দারুণ কিপার। তার মানে তো এটা নয় যে মুশফিকুর রহিম যে ১৪ বছর ধরে উইকেটকিপিং করছে, তাঁর সঙ্গে এক সিরিজের পর (নুরুলের) তুলনা করবেন!’ 

মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের এত সমর্থক দেখে কিছুটা অবাক হয়েছেন তামিম। দলের খারাপ সময়ে তাদের পাওয়া যায় না জানিয়ে তিনি বলেছেন, ‘নতুন দল বা এসব আলোচনা...মতামত তো খুব তাড়াতাড়ি বদলে যায়। আজ সকালে আমার মনে হচ্ছিল হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেট ফ্যান অনেক বেড়ে গেল। এত দিন কিন্তু কেউ ছিল না। আজকে দেখি যে অনেক ক্রিকেট ফ্যান বাংলাদেশের। সবাই স্ট্যাটাস দিচ্ছে। ভালো সময়ে পাশে থাকাটা খুব সহজ। খারাপ সময়ে থাকাটা হলো সবচেয়ে কঠিন।’ 

আরও সাক্ষাৎকার পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত