ঘরের মাঠে বিশ্বের সব দলের কাছেই অপ্রতিরোধ্য এক নাম নিউজিল্যান্ড। ২০১৭ সাল থেকে নিজেদের দুর্গে পরাজয় শব্দের সঙ্গে পরিচয় নেই তাদের। তার ওপর টেস্ট ক্রিকেটের প্রথম বিশ্বচ্যাম্পিয়নের মুকুটও তাদের মাথায়। সেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে অনন্য এক ইতিহাসের জন্ম দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড আরও বড় বিভীষিকার নাম। ২০০১ সাল থেকে যে পরাজয় সঙ্গী হয়েছে, গত ২০ বছরে সেটা জমতে জমতে ৩২-এ পৌঁছেছে। রূপকথার এক জয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট বাংলাদেশের সেই যাত্রায় ছেদ টেনেছে। তবে তাতেও ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ফেবারিট মানছেন না তামিম ইকবাল।
প্রথম টেস্টেও পরিষ্কার ফেবারিট হিসেবে শুরু করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টেও কিউইরা ফেবারিট হিসেবেই শুরু করবে বলে মনে করেন চোটের কারণে এবারের নিউজিল্যান্ড সফরে দলে না থাকা তামিম। দলের সঙ্গে না থাকলেও টিভির পর্দায় নিশ্চয়ই সতীর্থদের খেলা দেখেছেন তিনি। ক্রাইস্টচার্চ টেস্ট নিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘পরের টেস্টেও নিউজিল্যান্ড ফেবারিট। কিন্তু বাংলাদেশেরও সুযোগ আছে।’
বাণিজ্যিক প্রতিষ্ঠান নগদের প্রচারণার উদ্দেশ্যে গত রাতে এক ফেসবুক লাইভে আসেন তামিম। সেখানে এক প্রশ্নের উত্তরে এই বাঁহাতি ওপেনার আরও বলেন, ‘আমাদের সমস্যা হলো, একটা জয় বা একটা ইনিংসের পর আমরা খুব তাড়াতাড়ি মতামত দিই। আমি কয়েক দিন আগে বলেছিলাম, সোহান (নুরুল হাসান) সম্ভবত বাংলাদেশের সেরা উইকেটকিপার। কোনো সন্দেহ নেই, আমি শতভাগ নিশ্চিত। সে দারুণ কিপার। তার মানে তো এটা নয় যে মুশফিকুর রহিম যে ১৪ বছর ধরে উইকেটকিপিং করছে, তাঁর সঙ্গে এক সিরিজের পর (নুরুলের) তুলনা করবেন!’
মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের এত সমর্থক দেখে কিছুটা অবাক হয়েছেন তামিম। দলের খারাপ সময়ে তাদের পাওয়া যায় না জানিয়ে তিনি বলেছেন, ‘নতুন দল বা এসব আলোচনা...মতামত তো খুব তাড়াতাড়ি বদলে যায়। আজ সকালে আমার মনে হচ্ছিল হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেট ফ্যান অনেক বেড়ে গেল। এত দিন কিন্তু কেউ ছিল না। আজকে দেখি যে অনেক ক্রিকেট ফ্যান বাংলাদেশের। সবাই স্ট্যাটাস দিচ্ছে। ভালো সময়ে পাশে থাকাটা খুব সহজ। খারাপ সময়ে থাকাটা হলো সবচেয়ে কঠিন।’
আরও সাক্ষাৎকার পড়ুন:
ঘরের মাঠে বিশ্বের সব দলের কাছেই অপ্রতিরোধ্য এক নাম নিউজিল্যান্ড। ২০১৭ সাল থেকে নিজেদের দুর্গে পরাজয় শব্দের সঙ্গে পরিচয় নেই তাদের। তার ওপর টেস্ট ক্রিকেটের প্রথম বিশ্বচ্যাম্পিয়নের মুকুটও তাদের মাথায়। সেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে অনন্য এক ইতিহাসের জন্ম দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড আরও বড় বিভীষিকার নাম। ২০০১ সাল থেকে যে পরাজয় সঙ্গী হয়েছে, গত ২০ বছরে সেটা জমতে জমতে ৩২-এ পৌঁছেছে। রূপকথার এক জয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট বাংলাদেশের সেই যাত্রায় ছেদ টেনেছে। তবে তাতেও ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ফেবারিট মানছেন না তামিম ইকবাল।
প্রথম টেস্টেও পরিষ্কার ফেবারিট হিসেবে শুরু করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টেও কিউইরা ফেবারিট হিসেবেই শুরু করবে বলে মনে করেন চোটের কারণে এবারের নিউজিল্যান্ড সফরে দলে না থাকা তামিম। দলের সঙ্গে না থাকলেও টিভির পর্দায় নিশ্চয়ই সতীর্থদের খেলা দেখেছেন তিনি। ক্রাইস্টচার্চ টেস্ট নিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘পরের টেস্টেও নিউজিল্যান্ড ফেবারিট। কিন্তু বাংলাদেশেরও সুযোগ আছে।’
বাণিজ্যিক প্রতিষ্ঠান নগদের প্রচারণার উদ্দেশ্যে গত রাতে এক ফেসবুক লাইভে আসেন তামিম। সেখানে এক প্রশ্নের উত্তরে এই বাঁহাতি ওপেনার আরও বলেন, ‘আমাদের সমস্যা হলো, একটা জয় বা একটা ইনিংসের পর আমরা খুব তাড়াতাড়ি মতামত দিই। আমি কয়েক দিন আগে বলেছিলাম, সোহান (নুরুল হাসান) সম্ভবত বাংলাদেশের সেরা উইকেটকিপার। কোনো সন্দেহ নেই, আমি শতভাগ নিশ্চিত। সে দারুণ কিপার। তার মানে তো এটা নয় যে মুশফিকুর রহিম যে ১৪ বছর ধরে উইকেটকিপিং করছে, তাঁর সঙ্গে এক সিরিজের পর (নুরুলের) তুলনা করবেন!’
মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের এত সমর্থক দেখে কিছুটা অবাক হয়েছেন তামিম। দলের খারাপ সময়ে তাদের পাওয়া যায় না জানিয়ে তিনি বলেছেন, ‘নতুন দল বা এসব আলোচনা...মতামত তো খুব তাড়াতাড়ি বদলে যায়। আজ সকালে আমার মনে হচ্ছিল হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেট ফ্যান অনেক বেড়ে গেল। এত দিন কিন্তু কেউ ছিল না। আজকে দেখি যে অনেক ক্রিকেট ফ্যান বাংলাদেশের। সবাই স্ট্যাটাস দিচ্ছে। ভালো সময়ে পাশে থাকাটা খুব সহজ। খারাপ সময়ে থাকাটা হলো সবচেয়ে কঠিন।’
আরও সাক্ষাৎকার পড়ুন:
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১২ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১৪ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১৪ ঘণ্টা আগে