Ajker Patrika

শততম টেস্টের আগে হঠাৎ কেন তোপের মুখে অশ্বিন 

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৭: ৪০
শততম টেস্টের আগে হঠাৎ কেন তোপের মুখে অশ্বিন 

সংখ্যার খেলা ক্রিকেটে কত রেকর্ডই তো নিজের নামে লিখিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। সেই অশ্বিন দাঁড়িয়ে আছেন শততম টেস্টের মাইলফলকের সামনে। অশ্বিনের কাছে সেটা (শততম টেস্ট) যতই সংখ্যা মনে হোক, এটা নিয়ে তাঁর রোমাঞ্চিত থাকাটাই স্বাভাবিক। তবে রোমাঞ্চিত হওয়ার বদলে অশ্বিন হয়তো এখন মন খারাপ করে বসে আছেন। 

ধর্মশালায় আগামীকাল সকাল ১০টায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে অশ্বিনের টেস্টের সেঞ্চুরি হচ্ছে আগামীকালই। ভারতীয় এই স্পিনারের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। শিবরামকৃষ্ণানের অভিযোগ, অশ্বিনকে শুভেচ্ছা জানাতে তিনি (শিবরামকৃষ্ণান) যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো উত্তর পাননি। নিজের এক্স হ্যান্ডলে আজ সকালে শিবরামকৃষ্ণান টুইট করেন, ‘তার শততম টেস্টের আগে শুভেচ্ছা জানাতে বেশ কয়েকবার কল করেছিলাম। সে আমার কল কেটে দিয়েছে। মেসেজ পাঠালাম। কোনো উত্তর পেলাম না। সাবেক ক্রিকেটাররা এমন সম্মানই তাহলে পেয়ে থাকেন।’ 

শিবরামকৃষ্ণান নিজের এক্স হ্যান্ডলে আরও লেখেন, ‘শিক্ষিত মানুষের থেকেই সম্মান পাওয়া যায়। সে যা-ই হোক, এর আগে তার অ্যাকশনে হালকা সংশোধন করার জন্যই টুইট করেছিলাম। সেটা তার সমালোচনা করতে নয়। যদি মানুষ সেটা বুঝে থাকে।’

 

২০২৩ সালে অশ্বিনই একবার স্মরণাপন্ন হয়েছিল শিবরামকৃষ্ণানের। অশ্বিনের তখন বোলিং অ্যাকশনের কারণে সমস্যায় পড়েছিলেন। শিবরামকৃষ্ণান তখন বলেছিলেন, ‘রবি অশ্বিন কিছুক্ষণ আগে ফোন করেছিল তার বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা করতে। সে বিদ্রূপের শিকার হয়ে খুবই কষ্ট পেয়েছিল। শুভ কামনা রবি অশ্বিন। আমরা যেন গর্ব করতে পারি তোমাকে নিয়ে।’ গত বছরের এই ঘটনা যেন এখনো মনে রেখেছেন শিবরামকৃষ্ণান। ফোন কেটে দেওয়া, মেসেজের উত্তর না দেওয়া—এসব কারণেই ক্ষোভ ঝেরেছেন অশ্বিনের ওপর।

 

২০১১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু অশ্বিনের। ১২ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে খেলেছেন ৯৯ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে নেন ৫০৭ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন অশ্বিন। ৯৮ টেস্ট লেগেছে ভারতীয় এই স্পিনারের।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত