আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ৩ উইকেট নিয়ে এখন আলোচনার কেন্দ্রে ‘কাশ্মীরের বুলেট’ খ্যাত উমরান মালিক। সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই পেসার। চারপাশ থেকে পাচ্ছেন নানা ধরনের প্রশংসাবাণীও।
এদিকে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে উমরান জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ভারতের হয়ে খেলতে চাওয়া উমরান আতঙ্কে রাখতে চান ব্যাটারদেরও। বলেছেন, ব্যাটারদের হেলমেটে আঘাত করতে চান তিনি।
গতির ঝড় তুলে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন উমরান। এবারের আইপিএলকে যেন নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যে দারুণ কিছু ঝলকও দেখিয়েছেন উমরান। তাঁর বলে উড়েছে ব্যাটারের স্টাম্পও। ব্যাটারদের মোকাবিলা করার ক্ষেত্রে কোন বিষয়টা বেশি উপভোগ করেন জানতে চাইলে উমরান বলেন, ‘আমি ব্যাটারদের হেলমেটে আঘাত করতে পছন্দ করি। প্রথমত, আমি অনুভব করি যে গতি দিয়ে ব্যাটারদের পরাস্ত করতে পারব। দ্বিতীয়ত, কোনো ব্যাটার একবার ভয় পেয়ে গেলে সে আমাকে মারার চেষ্টা করবে না।’
গতি তাঁকে আলাদাভাবে রোমাঞ্চিত করে কি না, জানতে চাইলে উমরান বলেন, ‘যখন কেউ আমাকে বলে আমি ধীরে বল করছি, তখন আমার আবেগ জেগে ওঠে। আমি তখন আরও জোরে বল করার চেষ্টা করি।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে আলোয় এলেও উমরানের মূল লক্ষ্য ভারতের জার্সিতে খেলা। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে ভারতের হয়ে খেলা এবং ভালো করা।’
এদিকে উমরানের গতির ঝড়ের প্রশংসায় মেতেছেন বিশপ-ভনরাও। ইয়ান বিশপ তাঁকে তুলনা করেছেন জফরা আর্চারের সঙ্গে। মাইকেল ভন অতি দ্রুত উমরানকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ৩ উইকেট নিয়ে এখন আলোচনার কেন্দ্রে ‘কাশ্মীরের বুলেট’ খ্যাত উমরান মালিক। সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই পেসার। চারপাশ থেকে পাচ্ছেন নানা ধরনের প্রশংসাবাণীও।
এদিকে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে উমরান জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ভারতের হয়ে খেলতে চাওয়া উমরান আতঙ্কে রাখতে চান ব্যাটারদেরও। বলেছেন, ব্যাটারদের হেলমেটে আঘাত করতে চান তিনি।
গতির ঝড় তুলে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন উমরান। এবারের আইপিএলকে যেন নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যে দারুণ কিছু ঝলকও দেখিয়েছেন উমরান। তাঁর বলে উড়েছে ব্যাটারের স্টাম্পও। ব্যাটারদের মোকাবিলা করার ক্ষেত্রে কোন বিষয়টা বেশি উপভোগ করেন জানতে চাইলে উমরান বলেন, ‘আমি ব্যাটারদের হেলমেটে আঘাত করতে পছন্দ করি। প্রথমত, আমি অনুভব করি যে গতি দিয়ে ব্যাটারদের পরাস্ত করতে পারব। দ্বিতীয়ত, কোনো ব্যাটার একবার ভয় পেয়ে গেলে সে আমাকে মারার চেষ্টা করবে না।’
গতি তাঁকে আলাদাভাবে রোমাঞ্চিত করে কি না, জানতে চাইলে উমরান বলেন, ‘যখন কেউ আমাকে বলে আমি ধীরে বল করছি, তখন আমার আবেগ জেগে ওঠে। আমি তখন আরও জোরে বল করার চেষ্টা করি।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে আলোয় এলেও উমরানের মূল লক্ষ্য ভারতের জার্সিতে খেলা। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে ভারতের হয়ে খেলা এবং ভালো করা।’
এদিকে উমরানের গতির ঝড়ের প্রশংসায় মেতেছেন বিশপ-ভনরাও। ইয়ান বিশপ তাঁকে তুলনা করেছেন জফরা আর্চারের সঙ্গে। মাইকেল ভন অতি দ্রুত উমরানকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৩ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৫ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৫ ঘণ্টা আগে