Ajker Patrika

আইসিসির মাসসেরার তালিকায় ভারতকে হারিয়ে ফাইনালসেরা হেড, আছেন ম্যাক্সওয়েলও 

আইসিসির মাসসেরার তালিকায় ভারতকে হারিয়ে ফাইনালসেরা হেড, আছেন ম্যাক্সওয়েলও 

ট্রাভিস হেডের ব্যাটেই ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরির দেখা পায় ক্রিকেট বিশ্ব। গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ফাইনালও হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার মনোনয়ন পেয়েছেন আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের তালিকায়। 

২০২৩ এর নভেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ আন্তর্জাতিক ক্রিকেটে হেড খেলেছেন ৬ ম্যাচ। ৪২.৫ গড় ও ১২২ স্ট্রাইকরেটে ১টি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেন ২৫৫ রান। যার মধ্যে ১৬ ও ১৯ নভেম্বর সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ১৯ নভেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। সেই ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরে রোহিত শর্মার উইকেটেও অবদান রেখেছেন হেড। এর আগে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৮ বলে ৬২ রান করেছেন ও বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন হেড। ৫ ওয়ানডে খেলে করেছেন ২২০ রান। আর ২৮ নভেম্বর গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে করেন ৩৫ রান।

বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মার উইকেট নেওয়ার পর গ্লেন ম্যাক্সওয়েলের উচ্ছ্বাস। ছবি: এএফপি হেডের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ শামি। ৭ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নায়কোচিত এক ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের দেওয়া ২৯৩ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার এক পর্যায়ে স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯১ রান। ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন ম্যাক্সওয়েল। সেই ম্যাচে বেশিরভাগ সময়ই এক পায়ে ভর করে খেলতে হয়েছে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে। এরপর গুয়াহাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪৮ বলে ১০৪ রানের রেকর্ড গড়া এক ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করে রোহিতের পাশে বসেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে নভেম্বরে ৫ ম্যাচে ১৬০ গড় ও ১৬৮.৪২ স্ট্রাইকরেটে করেন ৩২০ রান। 

হেড, ম্যাক্সওয়েলের মতো ২০২৩ এর নভেম্বর মাসে শামিও ছিলেন দুর্দান্ত ফর্মে। গত মাসে বিশ্বকাপের ৫ ম্যাচ খেলে শামি নিয়েছেন ১৫ উইকেট। যার মধ্যে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারতীয় পেসার ৫৭ রানে নিয়েছেন ৭ উইকেট। বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে এটিই সেরা বোলিং। এর আগে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত