Ajker Patrika

কোহলির মাথা কাজ করছে না, বলছেন শাস্ত্রী 

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৯: ২২
কোহলির মাথা কাজ করছে না, বলছেন শাস্ত্রী 

প্রায় ১ যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত রেকর্ডই তো গড়েছেন বিরাট কোহলি। এবার গড়লেন এক বিচিত্র রেকর্ড। গতরাতে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম বলে আউট হওয়ার পর এই ‘লজ্জার’রেকর্ড গড়েছেন কোহলি। এই নিয়ে শেষ ১০০ ম্যাচে সেঞ্চুরির দেখা পাননি সাবেক ভারতীয় অধিনায়ক। এই খারাপ সময়ে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। 

জাতীয় দলে কোহলির সঙ্গে দীর্ঘদিন কাজ করা সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী মনে করেন কোহলির বিশ্রাম দরকার। শাস্ত্রীয় মতে, কোহলির  মাথা কাজ করছে না। এভাবে তাঁকে খেলালে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি হবে বলে দাবি করেছেন শাস্ত্রী, ‘কোচ হিসেবে দলের ক্রিকেটারদের ভালো-মন্দের খেয়াল রাখতে হয়। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়। যদি কোনো ক্রিকেটারকে জোর করে কিছু করানো হয় তা হলে ধীরে ধীরে তার মাথায় প্রভাব পড়ে। আমাদের সে দিকে খেয়াল রাখা উচিত। কোহলির দিকে নজর দেওয়া হচ্ছে না। যদি কারও বিশ্রাম দরকার সেটা কোহলি।’

জাতীয় দলের জার্সি গায়ে কোহলি বড় করতে পারছেন অনেক দিন। আইপিএলেও খুঁজে পাচ্ছেন না ছন্দ। এবারের আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে করেছেন ১১৯ করেন। গড় বিশেরও নিচে। কোহলির এই ছন্দহীনতার পেছনে জৈব সুরক্ষাবলয়ে টানা খেলার বিষয়টিকে কারণ হিসেবে দেখছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘জৈব সুরক্ষাবলয়ে থেকে টানা ক্রিকেট খেলা মোটেই সহজ নয়। এখনো জাতীয় দলের হয়ে ৬-৭ বছর খেলতে পারবে ও। কিন্তু সেটা এভাবে হবে না। কোহলির মাথা কাজ করছে না। এই পরিস্থিতিতে খেললে ওর খেলা আরও খারাপ হবে।’

২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে  গোলাপি বলের টেস্টে শেষ বার সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর  ১৭টি টেস্ট, ২১ওয়ানডে, ২৫ টি-টোয়েন্টি ও ৩৭টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু একবারও তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। এই সময়ে অবশ্য বেশ কিছু ফিফটি পেয়েছেন কোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত