Ajker Patrika

তামিমকে ছাড়া বিশ্বকাপ মানেন না চট্টগ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক
তামিমকে ছাড়া বিশ্বকাপ মানেন না চট্টগ্রামবাসী

১৯৯৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের। তখন থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্রিকেটের যতগুলো বৈশ্বিক আসর বসেছে, সবকটিতেই ছিলেন চট্টগ্রামের প্রতিনিধি।

তবে এবার তামিম ইকবাল নিজেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ায় সেই ধারাবাহিকতায় ছেদ পড়ছে। দেশসেরা ওপেনারের অনুপস্থিতিতে প্রথমবার চট্টগ্রামের খেলায়াড় ছাড়াই বিশ্বকাপ খেলতে নামছে বাংলাদেশ। 

তামিম বিশ্বকাপ খেলতে না চাওয়ার পর থেকেই চট্টলাবাসীর মনে হাহাকার। এ নিয়ে সম্প্রতি ‘চাটগাঁইয়া পোয়া নাই, মানিত ন পারির’ শিরোনামে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 

আজ বিকেলে সেই স্লোগানেই বন্দর নগরীর কাজির দেউড়ি এলাকায় তামিমের বাসভবনের সামনে মানববন্ধন করলেন চট্টগ্রামের ক্রিকেট অনুরাগীরা। ‘ঘরের ছেলে’ তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা। ব্যানারে লিখেছেন, ‘তামিমকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মানি না, মানব না।’ 

‘ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী’ নামের একটি সংগঠনের সদস্যদের দাবি, তামিম ষড়যন্ত্রের শিকার। বিসিবির ওপর অভিমান করে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। ২০১৭ সালে টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মুর্তজা এবং গত জুলাইয়ে টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের সঙ্গে তামিমের মিল খুঁজে পাচ্ছেন তাঁরা। 

তামিমকে দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন চট্টগ্রামবাসী। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন তাঁরা।

সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে এবং ওমর কাইয়ুম ও নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জাকির হোসেন, মো. মামুন, মিঠুন বৈষ্ণব, মো. বেলাল, হামিদ, জাসেদ খান জাসু, মো. ফরিদ, লিমন চৌধুরী বাপ্পা, গাজী রিফাত, মহিউদ্দিন আবসার, কামরুজ্জামান, মো. জুয়েল, ওমর ফারুক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত