নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়ে উপমহাদেশের দলগুলো রীতিমতো খাবি খায়। বাংলাদেশ দলও এর ব্যতিক্রম নয়। তবু ওয়ানডে সিরিজ জয়ের আশা নিয়ে নিউজিল্যান্ড সফরে যায় নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু প্রথম দুটি ওয়ানডে হেরে এবারও সিরিজ হাতছাড়া করেছে সফরকারীরা।
সিরিজ ২-১ ব্যবধানে হারলেও শেষ ওয়ানডেতে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ, যা হয়তো সিরিজ হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে অতিথিরা। তাতে কিউইদের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জেতা হলো বাংলাদেশ দলের।
শেষ ওয়ানডের এই জয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা জোগাবে, এটাই স্বাভাবিক। তবে অধিনায়ক শান্ত তেমনটি মনে করছেন না। তাঁর মতে, মোটিভেশন দিয়ে বেশি কিছু সম্ভব নয়। মাঠে ভালো খেলতে হবে দলকে।
শেষ ওয়ানডে জেতার পর সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘মোটিভেশন দিয়ে খুব বেশি ম্যাচ জেতা সম্ভব না। আমরা কত ভালো প্রস্তুতি নিচ্ছি, জিততে চাই কি না, এটাই গুরুত্বপূর্ণ। দুই দিন সুযোগ পাব ভালো প্রস্তুতি নেওয়ার। টি-টোয়েন্টি সংস্করণে যে ভালো খেলবে, সে-ই জিতবে। বড় দল ছোট দল ব্যাপার না।’
নিউজিল্যান্ডের মাঠে গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল বাংলাদেশ দল। এবারের আগে কখনো জেতা হয়নি ওয়ানডে। শান্তর নেতৃত্বে সেই খরা আজ ঘুচল তাদের। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘খুব বেশি মোটিভেশনের দরকার নাই। এই জয়ে আত্মবিশ্বাসী বা অতি আত্মবিশ্বাসী হওয়ার দরকার নেই। এই ম্যাচ সহায়তা করবে, আমরা এখানে এসেও জিততে পারি, কারণ আমরা বিশ্বাসটা নিজের চোখে দেখলাম। যদি এই বিশ্বাসটা নিয়ে টি-টোয়েন্টিতে যাই, প্রস্তুতি নিই, পরিকল্পনা করি, তাহলে এখান থেকেও জেতা সম্ভব।’
শান্তর কাছে দলের সামর্থ্যে বিশ্বাস আর প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এই দলের ক্ষুধা আছে এখানে সিরিজ জয়ের। এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘খেলা শুরুর আগে আমাদের কাজ কী? প্রস্তুতি, কতটা সৎ, আর কতটা বিশ্বাস করছি। আমার বিশ্বাস এই দল আরও ভালো জায়গায় যেতে পারে। ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে কত ভালো প্রস্তুতি নিতে পারি। আদৌ বিশ্বাস করি কি না, জিততে পারি। এই দল দেখে আমার সব সময় মনে হয়েছে সামর্থ্য আছে, ক্ষুধা আছে এখানে এসে ম্যাচ-সিরিজ জেতার।’
নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়ে উপমহাদেশের দলগুলো রীতিমতো খাবি খায়। বাংলাদেশ দলও এর ব্যতিক্রম নয়। তবু ওয়ানডে সিরিজ জয়ের আশা নিয়ে নিউজিল্যান্ড সফরে যায় নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু প্রথম দুটি ওয়ানডে হেরে এবারও সিরিজ হাতছাড়া করেছে সফরকারীরা।
সিরিজ ২-১ ব্যবধানে হারলেও শেষ ওয়ানডেতে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ, যা হয়তো সিরিজ হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে অতিথিরা। তাতে কিউইদের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জেতা হলো বাংলাদেশ দলের।
শেষ ওয়ানডের এই জয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা জোগাবে, এটাই স্বাভাবিক। তবে অধিনায়ক শান্ত তেমনটি মনে করছেন না। তাঁর মতে, মোটিভেশন দিয়ে বেশি কিছু সম্ভব নয়। মাঠে ভালো খেলতে হবে দলকে।
শেষ ওয়ানডে জেতার পর সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘মোটিভেশন দিয়ে খুব বেশি ম্যাচ জেতা সম্ভব না। আমরা কত ভালো প্রস্তুতি নিচ্ছি, জিততে চাই কি না, এটাই গুরুত্বপূর্ণ। দুই দিন সুযোগ পাব ভালো প্রস্তুতি নেওয়ার। টি-টোয়েন্টি সংস্করণে যে ভালো খেলবে, সে-ই জিতবে। বড় দল ছোট দল ব্যাপার না।’
নিউজিল্যান্ডের মাঠে গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল বাংলাদেশ দল। এবারের আগে কখনো জেতা হয়নি ওয়ানডে। শান্তর নেতৃত্বে সেই খরা আজ ঘুচল তাদের। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘খুব বেশি মোটিভেশনের দরকার নাই। এই জয়ে আত্মবিশ্বাসী বা অতি আত্মবিশ্বাসী হওয়ার দরকার নেই। এই ম্যাচ সহায়তা করবে, আমরা এখানে এসেও জিততে পারি, কারণ আমরা বিশ্বাসটা নিজের চোখে দেখলাম। যদি এই বিশ্বাসটা নিয়ে টি-টোয়েন্টিতে যাই, প্রস্তুতি নিই, পরিকল্পনা করি, তাহলে এখান থেকেও জেতা সম্ভব।’
শান্তর কাছে দলের সামর্থ্যে বিশ্বাস আর প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এই দলের ক্ষুধা আছে এখানে সিরিজ জয়ের। এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘খেলা শুরুর আগে আমাদের কাজ কী? প্রস্তুতি, কতটা সৎ, আর কতটা বিশ্বাস করছি। আমার বিশ্বাস এই দল আরও ভালো জায়গায় যেতে পারে। ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে কত ভালো প্রস্তুতি নিতে পারি। আদৌ বিশ্বাস করি কি না, জিততে পারি। এই দল দেখে আমার সব সময় মনে হয়েছে সামর্থ্য আছে, ক্ষুধা আছে এখানে এসে ম্যাচ-সিরিজ জেতার।’
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
১৩ মিনিট আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৪৪ মিনিট আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
১ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
২ ঘণ্টা আগে