Ajker Patrika

১ দিনে ৩ হার, আজ ভারতের ‘মন ভালো নেই’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ২০: ১৯
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি: এসিসি
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি: এসিসি

অ্যাডিলেডে গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে বড় ব্যবধানে হার রোহিত শর্মার ভারতের। ব্রিসবেনে নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ১২২ রানের বড় ব্যবধানে হেরেছে হরমনপ্রীত কৌরের ভারত। আর দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে ৫৯ রানে হারিয়েছেন বাংলাদেশ যুবারা। ক্রিকেটে ভারতের আজ শুধুই হারের দিন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই সংলাপের মতো বলতে হয়, ক্রিকেটে আজকে ভারতের মন ভালো নেই!

খেলায় ভালো-খারাপ দিন থাকেই। একদিনে নারী-পুরুষ আর বয়সভিত্তিক ক্রিকেট, প্রতিটি পর্যায়ে ব্যর্থতায় কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন ভার্সনে লিখেছে, ‘ক্রিকেট মাঠে এমন রবিবার ভুলতে চাইবেন ভারতীয় সমর্থকেরা।’ কলকাতার আরেকটি পত্রিকা সংবাদ প্রতিদিন তাদের অনলাইন ভার্সনে লিখেছে, ‘উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে খেলতে নামে ভারত এবং বাংলাদেশ। ছোটদের এশিয়া কাপে গতবার ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশ। ফলে প্রতিশোধের একটা ব্যাপার ছিলই।’

ভারতের মন খারাপের দিনে বাংলাদেশ ভাসছে শিরোপা জয়ের উচ্ছ্বাস। দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিততে স্কোর যথেষ্ট হলো কি না, ইনিংস বিরতিতে এ রকম একটা সংশয় থাকলেও বাংলাদেশের বোলাররা সব শঙ্কা দূর করে দিয়েছেন তাঁদের দুর্দান্ত বোলিংয়ে। বিশেষ করে টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ভালো করা ইকবাল হোসেন ইমন ধসিয়ে দিয়েছেন ভারতের মিডল অর্ডার। আর তাতে সোজা হয়ে দাঁড়াতে পারেনি ভারতীয়রা। ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট ভারত। ২৪ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের নায়কই শুধু নন, ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টেরই সেরা খেলোয়াড় মৌলভীবাজার থেকে উঠে আসা এ পেসার। টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমও।

গত বছরও দুবাইয়েই যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। শিরোপা ধরে রেখেই দেশে ফিরছেন এশিয়ার চ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত