Ajker Patrika

অনিশ্চিত জেনেও কেন আর্চারের দাম ৮ কোটি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০৭
অনিশ্চিত জেনেও কেন আর্চারের দাম ৮ কোটি

আট কোটি টাকা রুপিতে জফরা আর্চারকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল, চোটের কারণে এবারের আইপিএলে পাওয়া যাবে না আর্চারকে। তবু কেন এত চড়া দামে আর্চারকে কিনেছে মুম্বাই। এর ব্যাখ্যা দিয়েছেন দলটির স্বত্বাধিকারী আকাশ আম্বানি। 

আকাশ আম্বানি নিলাম সম্প্রচারকারী চ্যানেলকে পরিষ্কার করেছেন আর্চারকে দলে নেওয়ার কারণ। তাঁর মতে, এই মৌসুমে আর্চারকে তারা না পেলেও, ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে দলে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘২০২৩ আইপিএলে জসপ্রীত বুমরার সঙ্গে ও জুটি বাঁধবে। এতে আমাদের পেস বোলিং আরও শক্তিশালী হবে।’ আকাশ আম্বানির মতে, ভবিষ্যতের কথা ভেবেই আর্চারকে দলে নিয়েছেন তাঁরা। 

গত বছর মে মাসে আর্চারের ডান কনুইতে অস্ত্রোপচার হয়েছিল। এরপর তিনি সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর বল করতে গিয়ে ফের অস্বস্তি অনুভব করায় মাঠের বাইরে চলে যান। আবারও করতে হয় অস্ত্রোপচার। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ খেলতে পারেননি তিনি। 

আর্চার এবারের আইপিএলে অনিশ্চিত জেনেও নিলামের টেবিলে তাঁকে দলে পেতে লড়াই করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গ লড়াই করতে হয়েছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদকে। শুরুতে মুম্বাইয়ের সঙ্গে দরাদরি শুরু হয় রাজস্থানের। আর্চারের দাম পাঁচ কোটিতে পৌঁছার পর লড়াইয়ে নামে হায়দরাবাদও। চোটের কারণে এবারের আইপিএলে আর্চারকে পাওয়া যাবে না জানার পরেও ইংলিশ ফাস্ট বোলারকে দলে নিতে উন্মুখ ছিল তারা। শেষ পর্যন্ত আট কোটি টাকা রুপিতে আর্চারকে কেনে মুম্বাই। 

দাম জেনে আর্চার নিজেও অবাক হয়েছেন। দাম জানার পর টুইটারে বিস্ময় প্রকাশ করেছেন। কিছু অবশ্য লেখেনি। বড় বড় চোখের শুধু ইমোজি পোস্ট করেছেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত