আট কোটি টাকা রুপিতে জফরা আর্চারকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল, চোটের কারণে এবারের আইপিএলে পাওয়া যাবে না আর্চারকে। তবু কেন এত চড়া দামে আর্চারকে কিনেছে মুম্বাই। এর ব্যাখ্যা দিয়েছেন দলটির স্বত্বাধিকারী আকাশ আম্বানি।
আকাশ আম্বানি নিলাম সম্প্রচারকারী চ্যানেলকে পরিষ্কার করেছেন আর্চারকে দলে নেওয়ার কারণ। তাঁর মতে, এই মৌসুমে আর্চারকে তারা না পেলেও, ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে দলে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘২০২৩ আইপিএলে জসপ্রীত বুমরার সঙ্গে ও জুটি বাঁধবে। এতে আমাদের পেস বোলিং আরও শক্তিশালী হবে।’ আকাশ আম্বানির মতে, ভবিষ্যতের কথা ভেবেই আর্চারকে দলে নিয়েছেন তাঁরা।
গত বছর মে মাসে আর্চারের ডান কনুইতে অস্ত্রোপচার হয়েছিল। এরপর তিনি সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর বল করতে গিয়ে ফের অস্বস্তি অনুভব করায় মাঠের বাইরে চলে যান। আবারও করতে হয় অস্ত্রোপচার। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ খেলতে পারেননি তিনি।
আর্চার এবারের আইপিএলে অনিশ্চিত জেনেও নিলামের টেবিলে তাঁকে দলে পেতে লড়াই করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গ লড়াই করতে হয়েছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদকে। শুরুতে মুম্বাইয়ের সঙ্গে দরাদরি শুরু হয় রাজস্থানের। আর্চারের দাম পাঁচ কোটিতে পৌঁছার পর লড়াইয়ে নামে হায়দরাবাদও। চোটের কারণে এবারের আইপিএলে আর্চারকে পাওয়া যাবে না জানার পরেও ইংলিশ ফাস্ট বোলারকে দলে নিতে উন্মুখ ছিল তারা। শেষ পর্যন্ত আট কোটি টাকা রুপিতে আর্চারকে কেনে মুম্বাই।
দাম জেনে আর্চার নিজেও অবাক হয়েছেন। দাম জানার পর টুইটারে বিস্ময় প্রকাশ করেছেন। কিছু অবশ্য লেখেনি। বড় বড় চোখের শুধু ইমোজি পোস্ট করেছেন।
আট কোটি টাকা রুপিতে জফরা আর্চারকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল, চোটের কারণে এবারের আইপিএলে পাওয়া যাবে না আর্চারকে। তবু কেন এত চড়া দামে আর্চারকে কিনেছে মুম্বাই। এর ব্যাখ্যা দিয়েছেন দলটির স্বত্বাধিকারী আকাশ আম্বানি।
আকাশ আম্বানি নিলাম সম্প্রচারকারী চ্যানেলকে পরিষ্কার করেছেন আর্চারকে দলে নেওয়ার কারণ। তাঁর মতে, এই মৌসুমে আর্চারকে তারা না পেলেও, ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে দলে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘২০২৩ আইপিএলে জসপ্রীত বুমরার সঙ্গে ও জুটি বাঁধবে। এতে আমাদের পেস বোলিং আরও শক্তিশালী হবে।’ আকাশ আম্বানির মতে, ভবিষ্যতের কথা ভেবেই আর্চারকে দলে নিয়েছেন তাঁরা।
গত বছর মে মাসে আর্চারের ডান কনুইতে অস্ত্রোপচার হয়েছিল। এরপর তিনি সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর বল করতে গিয়ে ফের অস্বস্তি অনুভব করায় মাঠের বাইরে চলে যান। আবারও করতে হয় অস্ত্রোপচার। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ খেলতে পারেননি তিনি।
আর্চার এবারের আইপিএলে অনিশ্চিত জেনেও নিলামের টেবিলে তাঁকে দলে পেতে লড়াই করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গ লড়াই করতে হয়েছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদকে। শুরুতে মুম্বাইয়ের সঙ্গে দরাদরি শুরু হয় রাজস্থানের। আর্চারের দাম পাঁচ কোটিতে পৌঁছার পর লড়াইয়ে নামে হায়দরাবাদও। চোটের কারণে এবারের আইপিএলে আর্চারকে পাওয়া যাবে না জানার পরেও ইংলিশ ফাস্ট বোলারকে দলে নিতে উন্মুখ ছিল তারা। শেষ পর্যন্ত আট কোটি টাকা রুপিতে আর্চারকে কেনে মুম্বাই।
দাম জেনে আর্চার নিজেও অবাক হয়েছেন। দাম জানার পর টুইটারে বিস্ময় প্রকাশ করেছেন। কিছু অবশ্য লেখেনি। বড় বড় চোখের শুধু ইমোজি পোস্ট করেছেন।
গাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
২ ঘণ্টা আগেথ্রিলার মুভির গল্পকেও যেন ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
২ ঘণ্টা আগে২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১৪ ঘণ্টা আগে