Ajker Patrika

বিশ্বকাপের আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে কার্তিক

বিশ্বকাপের আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে কার্তিক

আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দিনেশ কার্তিক। আজ খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লম্বা সময়ের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানান এই ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। 

আগামীকাল সকালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়নি কার্তিকের। তাঁকে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে গত মাসে, আইপিএলে। সেই এলিমিনেটর ম্যাচে অবশ্য হেরেছে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতের হয়ে কার্তিক শেষ ম্যাচ খেলেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে, বাংলাদেশের বিপক্ষে। 

অবসরের প্রসঙ্গে এক্সে ৩৯ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে আমি যে স্নেহ, সমর্থন ও ভালোবাসা পেয়েছি তাতে আমি অভিভূত। যারা আমাকে এমন ইতিবাচক অনুভূতি উপলব্ধি করিয়েছেন সেসব সমর্থকদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ ও তাদের আন্তরিক ধন্যবাদ।’ 

কার্তিক আরও লিখেছেন, ‘কিছু সময়ের জন্য চিন্তাভাবনার পরে, আমি প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আনুষ্ঠানিকভাবে আমার অবসরের ঘোষণা দিচ্ছি এবং আমার খেলার দিনগুলো পেছনে রেখেছি কারণ, আমি সামনের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’ 

 ‘আমার কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই, যারা আমার লম্বা সফরকে আনন্দ ও উপভোগ্য করেছেন। আমাদের দেশে লাখো মানুষ ক্রিকেট খেলে, দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় নিজেকে আমি ভাগ্যবান মনে করি।’ যোগ করেন কার্তিক। 

 ২০২৪ আইপিএলে এলিমিনেটরে হেরে বিদায় বেঙ্গালুরুর বিদায়ের পর সতীর্থরা গার্ড অব অনার দেন কার্তিককে। তখনই নিশ্চিত হওয়া গিয়েছিল, এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন তিনি। ২০০৮ সাল থেকে শুরু আইপিএলের প্রতিটি সংস্করণে খেলেছেন এমন সাত খেলোয়াড়দের একজন কার্তিক। ভারতের হয়ে দুই দশকের ক্যারিয়ারে তিনি ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন। 

 ২০০৪ সালের সেপ্টেম্বরে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু কার্তিকের। তবে মহেন্দ্র সিং ধোনির ছায়ায় ঢাকা পড়ায় খুব বেশি খেলার সুযোগ পাননি। 

বাংলাদেশ সময় আগামীকাল স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে ৫ জুন নিউইয়র্কে, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগেই অবসরের ঘোষণা দিলেন কার্তিক। অনেকে ভেবেছিলেন বিশ্বকাপে ভারত দলে কার্তিকের জায়গা হবে। তবে জায়গা হয়নি তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত