Ajker Patrika

কুমিল্লার শিরোপা জয়ে ‘খুশি’ আইপিএলের ৩ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার শিরোপা জয়ে ‘খুশি’ আইপিএলের ৩ দল

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় শিরোপা জিতে স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ারে ভাসছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের উদ্‌যাপনে অংশ নিয়েছে আইপিএলের তিন দল কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসও। কারণ, এই তিনটি দলের ক্রিকেটাররা কুমিল্লার সাফল্যে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ইমরুল-নারাইনদের সাফল্যে তাই খুশি তারা।

বিপিএলের অষ্টম আসরের শিরোপা ঘরে তুলতে ভালোই বেগ পেতে হয়েছে কুমিল্লাকে। গত শুক্রবার রোমাঞ্চকর ফাইনালে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে শোকেসে শিরোপার সংখ্যা ‘তিন’ করেছে দলটি। বিপিএলের পাঁচ আসরে অংশ নিয়ে তিনটিতেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তারা। এবার অবশ্য শিরোপা জয়ে দেশিদের পাশাপাশি দলটিতে দারুণ অবদান রেখেছেন তিন বিদেশি তারকা নারাইন, ডু প্লেসি ও মঈন আলী।

কুমিল্লার শিরোপা জয় উদ্‌যাপনের ছবি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু, কলকাতা ও চেন্নাই। আইপিএলে নারাইন খেলেন কলকাতার হয়ে। মঈনের দল চেন্নাই আর ডু প্লেসি এবার প্রথম নাম লিখিয়েছেন বেঙ্গালুরুতে। এ কারণে নিজেদের দলের ক্রিকেটারদের বিপিএল শিরোপা জয়ের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত