নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতে সিদ্ধহস্ত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চারদিকে শট খেলতেন বলে নামের পাশে জুড়ে যায় ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ উপাধি। প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়ার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর মতো করে ব্যাটিংয়ের চেষ্টা করেন অনেক ক্রিকেটার।
ধর তক্তা, মার পেরেক—ফিনিশার হিসেবে বেশির ভাগ সময় শামীম হোসেন পাটোয়ারীকে এই নীতি অনুসরণ করে ব্যাটিং করতে হয়। মুখোমুখি হওয়া প্রথম বল থেকেই রানের চাকা সচল রাখতে হয়। মাংসপেশির জোরের পাশাপাশি স্কুপ, রিভার্স স্কুপের মতো উদ্ভাবনী শট বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। মিরপুরে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ছয় নম্বরে নেমে ১২ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর তাণ্ডবেই চিটাগং কিংস করেছে ৪ উইকেটে ২০৬ রান।
চিটাগংয়ের ২৪ রানের জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে শামীম এলে তাঁর কাছে জিজ্ঞাসা, ডি ভিলিয়ার্সের ব্যাটিং কতটা প্রভাবিত করে? ২৪ বছর বয়সী এই ব্যাটার তখন তাঁর কৌশলগত পরিবর্তন আনার কথা উল্লেখ করেছেন। শামীম বলেন,‘ডি ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু অনুসরণ করি বেশি। অনেক ভালো লাগে আমার। পরিবর্তন বলতে মাথার পজিশনটা একটু ঠিক করেছি।’
বিতর্কিত প্রিমিয়ার লিগ, বিশৃঙ্খল প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ, বকেয়া প্রিমিয়ার লিগ—নেতিবাচক কারণে এবারের বিপিএলকে এভাবেই বিদ্রুপ করা হচ্ছে। চিটাগং কিংসকে নিয়েও হয়েছে আলোচনা-সমালোচনা। শামীম জানিয়েছেন, মাঠের খেলাতেই তাঁর দল বেশি মনোযোগ দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের দলের পরিবেশ ভালো। আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। সেসবে না তাকিয়ে আমরা খেলার মধ্যেই ছিলাম।’
ফরচুন বরিশালের বিপক্ষেই আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে খেলবে চিটাগং কিংস। মিরপুরে গতকাল তাই লিগ পর্বের শেষ ম্যাচটা ছিল প্রথম কোয়ালিফায়ারের ‘ড্রেস রিহার্সাল’ ম্যাচ। একই দলের বিপক্ষে আবারও খেলার আগে এই জয় চিটাগংকে চাঙা রাখবে বলে মনে করেন শামীম। ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘অনেক আত্মবিশ্বাসী আমরা। দেখা যাক কী হয়। সবাই ছন্দে আছেন। অবশ্যই এই ম্যাচ সাহায্য করবে। যেহেতু এই ম্যাচটা জিতেছি, বাড়তি আত্মবিশ্বাস দেবে অবশ্যই।’
ক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতে সিদ্ধহস্ত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চারদিকে শট খেলতেন বলে নামের পাশে জুড়ে যায় ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ উপাধি। প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়ার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর মতো করে ব্যাটিংয়ের চেষ্টা করেন অনেক ক্রিকেটার।
ধর তক্তা, মার পেরেক—ফিনিশার হিসেবে বেশির ভাগ সময় শামীম হোসেন পাটোয়ারীকে এই নীতি অনুসরণ করে ব্যাটিং করতে হয়। মুখোমুখি হওয়া প্রথম বল থেকেই রানের চাকা সচল রাখতে হয়। মাংসপেশির জোরের পাশাপাশি স্কুপ, রিভার্স স্কুপের মতো উদ্ভাবনী শট বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। মিরপুরে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ছয় নম্বরে নেমে ১২ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর তাণ্ডবেই চিটাগং কিংস করেছে ৪ উইকেটে ২০৬ রান।
চিটাগংয়ের ২৪ রানের জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে শামীম এলে তাঁর কাছে জিজ্ঞাসা, ডি ভিলিয়ার্সের ব্যাটিং কতটা প্রভাবিত করে? ২৪ বছর বয়সী এই ব্যাটার তখন তাঁর কৌশলগত পরিবর্তন আনার কথা উল্লেখ করেছেন। শামীম বলেন,‘ডি ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু অনুসরণ করি বেশি। অনেক ভালো লাগে আমার। পরিবর্তন বলতে মাথার পজিশনটা একটু ঠিক করেছি।’
বিতর্কিত প্রিমিয়ার লিগ, বিশৃঙ্খল প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ, বকেয়া প্রিমিয়ার লিগ—নেতিবাচক কারণে এবারের বিপিএলকে এভাবেই বিদ্রুপ করা হচ্ছে। চিটাগং কিংসকে নিয়েও হয়েছে আলোচনা-সমালোচনা। শামীম জানিয়েছেন, মাঠের খেলাতেই তাঁর দল বেশি মনোযোগ দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের দলের পরিবেশ ভালো। আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। সেসবে না তাকিয়ে আমরা খেলার মধ্যেই ছিলাম।’
ফরচুন বরিশালের বিপক্ষেই আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে খেলবে চিটাগং কিংস। মিরপুরে গতকাল তাই লিগ পর্বের শেষ ম্যাচটা ছিল প্রথম কোয়ালিফায়ারের ‘ড্রেস রিহার্সাল’ ম্যাচ। একই দলের বিপক্ষে আবারও খেলার আগে এই জয় চিটাগংকে চাঙা রাখবে বলে মনে করেন শামীম। ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘অনেক আত্মবিশ্বাসী আমরা। দেখা যাক কী হয়। সবাই ছন্দে আছেন। অবশ্যই এই ম্যাচ সাহায্য করবে। যেহেতু এই ম্যাচটা জিতেছি, বাড়তি আত্মবিশ্বাস দেবে অবশ্যই।’
শেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
১৬ মিনিট আগেরংপুর রাইডার্স রীতিমতো উড়ছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি প্রথম ৮ ম্যাচের ৮টিতে জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে। তাদের কাছে প্রথম কোয়ালিফায়ারে ওঠা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে টুর্নামেন্টের শেষ ভাগে এসে হোঁচট খায় সোহান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিনদের রংপুর।
১ ঘণ্টা আগেগত কয়েক মৌসুমে কোটি টাকার সুপার কাপ নিয়ে কম আলোচনা হয়নি। তবে আলোর মুখ দেখেনি টুর্নামেন্টটি। প্রায় এক যুগ ধরে ‘নির্বাসিত’ টুর্নামেন্টটি ফিরিয়ে আনা নিয়ে আরও একবার আশার বাণী শোনালেন বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। আগামী মৌসুমে সুপার কাপসহ পাঁচটি টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে আশ্বাস...
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি এই দুটি রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের। রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া শচীন ২০১১ ওয়ানডে বিশ্বকাপে পেয়েছেন পরম আরাধ্য শিরোপার ছোঁয়া। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ এক পুরস্কার পেলেন এই ব্যাটিং কিংবদন্তি।
২ ঘণ্টা আগে