Ajker Patrika

কামিন্সের ব্যাটে ‘মহাপ্রলয়’

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ব্যাটিংয়ে নামলেন, বোলারদের বেদম পেটালেন, ফিফটি তুলে নিলেন—প্যাট কামিন্সের কাছে ব্যাপারটি নিছক যেন ছেলেখেলা!

১৪ বলে ফিফটি করে এত দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দ্রুততম ফিফটির মালিক ছিলেন লোকেশ রাহুল। তাঁর সে রেকর্ডে ভাগ বসিয়েছেন প্যাট কামিন্স। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। 

পুনেতে আজ রাতে কামিন্সের দ্রুততম ফিফটিতেই কলকাতার কাছে ৫ উইকেটে উড়ে গেছে মুম্বাই। রোহিত শর্মার দলের দেওয়া ১৬২ রানের লক্ষ্যটা ৪ ওভার অক্ষত রেখে ছুঁয়ে ফেলেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। 

যদিও ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল কলকাতা। আন্দ্রে রাসেল ঝড় তোলার আভাস দিয়ে আউট হলে জয়ের পথ আরও দুর্গম মনে হচ্ছিল তাদের। 

তবে কামিন্স এসে নিমেষেই সব শঙ্কা দূর করে দিয়েছেন। শুরু থেকেই তাঁর ব্যাটে বয়ে গেছে ‘মহাপ্রলয়’। 

Fastest-Fity-In-IPLসবচেয়ে বড় ঝড়টা বইয়ে দিয়েছেন স্বদেশি ড্যানিয়েল স্যামসের ওপর দিয়ে। তাঁর এক ওভারে ৩৫ রান নিয়ে ম্যাচের যবনিকা টেনেছেন কামিন্স। আরেক প্রান্তে ৫০ রান তুলে সতীর্থের ঝড় উপভোগ করেছেন ওপেনার ভেঙ্কটেশ আয়ার। 

এ জয়ে পয়েন্ট তালিকা শীর্ষে উঠে এসেছে কলকাতা। টানা তিন হারে মুম্বাই নেমে গেছে নয়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত