Ajker Patrika

দল পেলেন না জাম্পা, তার বদলি হাসরাঙ্গার দাম পৌনে ১১ কোটি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৩
দল পেলেন না জাম্পা, তার বদলি হাসরাঙ্গার দাম পৌনে ১১ কোটি

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট হাট বসেছিল বেঙ্গালুরুতে। যে হাটে ভাগ্যের শিকে খুলেছে অনেক ক্রিকেটারে। এই তালিকায় সম্ভবত ওপরের দিকেই থাকবেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। 

আগের আইপিএলে বদলি খেলোয়াড় হিসেবে ডাক পাওয়া হাসরাঙ্গা এবার দাম পেয়েছেন ১০ কোটি ৭৫ লাখ রুপি। অন্যদিকে ভাগ্যের শিকে ছিঁড়েছে হাসরাঙ্গা যার বদলি হয়ে এসেছিলেন সেই অ্যাডাম জাম্পার। অস্ট্রেলিয়ান এই লেগি যে এবার দলই পাননি। 

গত আইপিএলের দ্বিতীয় অংশে জাম্পার বদলি হিসেবে হাসরাঙ্গাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পারফরম্যান্সও খুব একটা আহামরি ছিল না লঙ্কান এই লেগ স্পিনারের। দুই ম্যাচে ছয় ওভার বোলিং করে ৬০ রান খরচায় ছিলেন উইকেটশূন্য। তবু এই মৌসুমে নিলামের টেবিল গরম হয়েছে এই লঙ্কান অলরাউন্ডারকে দলে ভেড়ানোর লড়াইয়ে। শেষ পর্যন্ত পৌনে ১১ কোটিতে তাকে দলে নিয়েছে বেঙ্গালুরু। 

বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার হাসরাঙ্গা। ২৪ বছর বয়সী এই লঙ্কানের আইপিএল পরিসংখ্যান সমৃদ্ধ না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়িয়েছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছিলেন হাসরাঙ্গা। সবমিলিয়ে এক বছরের ব্যবধানে ১৮০ ডিগ্রি কোনে ঘুরে গেছে হাসরাঙ্গার ক্যারিয়ার। সেটিরই ফল পেলেন আইপিএলে চড়া দাম পেয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত