Ajker Patrika

ম্যানইউতে থাকলে সপ্তাহে ৫৫ লাখ টাকা গচ্চা যাবে রোনালদোর 

আপডেট : ২০ জুলাই ২০২২, ১৪: ২১
ম্যানইউতে থাকলে সপ্তাহে ৫৫ লাখ টাকা গচ্চা যাবে রোনালদোর 

এক যুগ পর ক্রিস্টিয়ানো রোনালদোকে ফিরিয়ে এনে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। দল চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় ওল্ড ট্রাফোর্ডে রোনালদোরও আর মন টিকছে না।

রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস নতুন ক্লাব খুঁজতে শুরু করেছেন। কিন্তু তাঁর ‘মক্কেলের’ প্রতি আগ্রহ নেই বড় ক্লাবগুলোর। বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মুখের ওপর না বলে দিয়েছে। চেলসি কোচ থমাস টুখেলও আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন যে পর্তুগিজ তারকাকে তাঁদের দরকার নেই। 

শেষমেশ পছন্দসই ক্লাবে তরী ভেড়াতে না পারলে ম্যানইউতেই হয়তো থেকে যেতে হবে রোনালদোকে। সেটিও পাওনা বোনাস হাতছাড়া করে। বার্ষিক বেতনের সঙ্গে তাঁর যে ১১ কোটি ৩০ লাখ টাকা বোনাস পাওয়ার কথা ছিল, সেটি কেটে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

দ্বিতীয় মেয়াদে ম্যানইউতে আসা রোনালদোর সপ্তাহে ৫ কোটি ৩৫ হাজার টাকা পাওয়ার কথা ছিল রোনালদোর। সেখানে ৪ কোটি ৮০ লাখ দিতে রাজি করিয়েছে ক্লাবটি। মানে, সপ্তাহে ৫৫ লাখ টাকা কম পাবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। 

যদিও রোনালদোকে পেতে কাঁড়ি কাঁড়ি টাকা সাজিয়ে রেখেছে সৌদি আরবের একটি ক্লাব। তাতে সাড়া দেননি তিনি। 

রোনালদো যে বিক্রির জন্য নন, সে কথাও রোজ মনে করিয়ে দিচ্ছেন রেড ডেভিলদের নয়া কোচ এরিক টেন হাগ। তবে টেন হাগ যা-ই বলুন, চ্যাম্পিয়নস লিগের রাজার জন্য প্রিয় টুর্নামেন্ট না খেলেই এক মৌসুম কাটিয়ে দেওয়া বেশ কঠিনই। তার ওপর বোনাস কেটে নিলে কে-ই বা থাকতে চাইবেন? 

রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে সারা জীবন দুয়ো দিয়ে আসা রোনালদো প্রয়োজনে সেখানে যেতেও রাজি। মার্কা, ডেইলি মিররসহ বেশ কয়েকটি ইউরোপীয় সংবাদমাধ্যম সেই সম্ভাবনাও জাগিয়ে তুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত