Ajker Patrika

ভারতের বিপক্ষে জীবনের ঝুঁকি নিতেও রাজি ওকস

ক্রীড়া ডেস্ক    
কাঁধের চোট পেয়ে ওভাল টেস্টে খেলতে পারছেন না ক্রিস ওকস। ছবি: ক্রিকইনফো
কাঁধের চোট পেয়ে ওভাল টেস্টে খেলতে পারছেন না ক্রিস ওকস। ছবি: ক্রিকইনফো

ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।

সিরিজের পঞ্চম টেস্ট জিততে ইংল্যান্ডের দরকার ৩৫ রান। ভারতের দরকার ৪ উইকেট। অবশ্য ৩ উইকেট ফেললেও ভারত জিতবে, যদি ওকস দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে না নামেন। তবে ৩৭৪ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ড গতকাল ৬ উইকেট হারানোর পর ওকসকে ড্রেসিংরুমে দেখা গেছে। পরনে ছিল ম্যাচের জার্সি আর বাঁ কাঁধে ছিল কালো ব্যান্ডেজ। বোঝাই যাচ্ছে, দলের প্রয়োজনে তিনি ব্যাটিংয়ে নামবেন। যদিও প্রথম ইনিংসে ইংল্যান্ডের এই অলরাউন্ডার ব্যাটিংয়ে নামেননি।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হয়েছেন রুট। ৩৯তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করার পর তিনি দ্রুত (১০৫ রান) ড্রেসিংরুমের পথ ধরেছেন। ওভালে গতকাল চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে এসেছেন রুট। ওকসের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রুট বলেন,‘অন্যান্যদের মতো সে (ওকস) আমাদের সঙ্গেই আছে। এটা এমনই এক সিরিজ, যেখানে ক্রিকেটারদের জীবন ঝুঁকিতে ফেলতে হয়েছে। (ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে) ঋষভ পন্ত ব্যাটিং করেছিলেন ভাঙা পা নিয়েই। ওকসও ইংল্যান্ডের জন্য জীবন বাজি রেখে খেলতে প্রস্তুত।’

জ্যাকব বেথেল, জো রুট—ইংল্যান্ডের এই দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন প্রসিধ কৃষ্ণা। এখন ২ রানে অপরাজিত ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। তাঁর সঙ্গী জেমি ওভারটন উইকেটে এসে এখনো রানের খাতা খুলতে পারেননি। দুজনেরই ব্যাটিং সামর্থ্য আছে বলে রুটের আশা, ওকসকে আর ওভালে ব্যাটিং করার প্রয়োজন পড়বে না। সাংবাদিকদের রুট বলেন, ‘সে (ওকস) প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তবে দলের প্রতি তার নিবেদন অনেক। ইংল্যান্ডের জন্য নিজেকে ঝুঁকিতে ফেলার জন্য তার প্রস্তুতিই চরিত্র ও ব্যক্তিত্বের জানান দিয়ছে। তবে আশা করি ওই পর্যন্ত খেলা যাবে না।’

ওকস চোট পেয়েছেন ওভাল টেস্টের প্রথম দিনেই। ভারতের প্রথম ইনিংসে ৫৭তম ওভারের ঘটনা। ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে করুণ নায়ার ড্রাইভ করেন। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ওকস বাউন্ডারি আটকেছেন ঠিকই। কিন্তু সীমানার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়েই ওকস বাঁ কাঁধে চোট পান। ইংল্যান্ড দলের ফিজিওর মাধ্যমে বাঁ হাত সোয়েটারে জড়িয়ে কাতরাতে কাতরাতে সেদিন মাঠ ছেড়েছিলেন ওকস। ঠিক তার পরের দিন (ম্যাচের দ্বিতীয় দিন) শুরুর এক ঘণ্টা আগে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল। ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে গতকাল দলের ড্রেসিংরুমে ছাড়া আর দেখাই যায়নি ওভাল টেস্টে।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে চোট বেশ স্বাভাবিক ঘটনা। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে ঋষভ পন্ত পায়ে ব্যথা পাওয়ার পরও প্রথম ইনিংসে খেলা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু উইকেটরক্ষকের কাজটা তিনি আর করতে পারেননি। তাঁর পরিবর্তে উইকেটরক্ষকের গ্লাভস পরেছিলেন ধ্রুব জুরেল। পরবর্তীতে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে পন্তের ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি। তিনি ছিটকে গেছেন ওভাল টেস্টের দল থেকেও। এ ছাড়া ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস কাঁধের চোটে খেলতে পারছেন না শেষ টেস্ট। ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন ওলি পোপ। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত