বয়স এখনো বিশের কোটা ছোঁয়নি, তাতেই কিনা কোটিপতি বনে গেলেন রাজ বাওয়া, ডিওয়াল্ড ব্রেভ্রিস আর রাজবর্ধন হাঙ্গারগেকর। এই তিন জনই খেলেছেন এবারের যুব বিশ্বকাপ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের কদিন আগেই শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন তারা। ফলও মিলল হাতেনাতে। আইপিলের দল পেয়ে কৈশোরেই হয়ে গেলেন কোটিপতি।
আইপিএলের নিলামে বাওয়ার ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। নিলামের টেবিলে এরপর দর হাঁকাতে শুরু করে তিনটি ফ্র্যাঞ্চাইজি। যুব বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে বড় অবদান রাখা বাওয়াকে দলে পেতে আগ্রহ দেখায়— পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত ভিত্তিমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী আরেক অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকরও রাতারাতি কোটিপতি বানিয়েছে আইপিএল। রাজবর্ধনের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। তাঁকে দলে পেতে লড়াই চালায়— মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয় চেন্নাই।
এই দুজনকেও ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’ খ্যাত ডিওয়াল্ড ব্রেভিস। যুব বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ব্রেভিস যে এবার আইপিএলের চমক হতে পারে তা অনুমান করা যাচ্ছিল আগে থেকেই। নিলামের টেবিলেও এর ব্যতিক্রম হয়নি। ২০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই বিস্ময় বালককে ৩ কোটি রুপিতে কিনে নেয় মুম্বাই।
বয়স এখনো বিশের কোটা ছোঁয়নি, তাতেই কিনা কোটিপতি বনে গেলেন রাজ বাওয়া, ডিওয়াল্ড ব্রেভ্রিস আর রাজবর্ধন হাঙ্গারগেকর। এই তিন জনই খেলেছেন এবারের যুব বিশ্বকাপ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের কদিন আগেই শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন তারা। ফলও মিলল হাতেনাতে। আইপিলের দল পেয়ে কৈশোরেই হয়ে গেলেন কোটিপতি।
আইপিএলের নিলামে বাওয়ার ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। নিলামের টেবিলে এরপর দর হাঁকাতে শুরু করে তিনটি ফ্র্যাঞ্চাইজি। যুব বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে বড় অবদান রাখা বাওয়াকে দলে পেতে আগ্রহ দেখায়— পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত ভিত্তিমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী আরেক অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকরও রাতারাতি কোটিপতি বানিয়েছে আইপিএল। রাজবর্ধনের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। তাঁকে দলে পেতে লড়াই চালায়— মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয় চেন্নাই।
এই দুজনকেও ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’ খ্যাত ডিওয়াল্ড ব্রেভিস। যুব বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ব্রেভিস যে এবার আইপিএলের চমক হতে পারে তা অনুমান করা যাচ্ছিল আগে থেকেই। নিলামের টেবিলেও এর ব্যতিক্রম হয়নি। ২০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই বিস্ময় বালককে ৩ কোটি রুপিতে কিনে নেয় মুম্বাই।
গাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
২ ঘণ্টা আগেথ্রিলার মুভির গল্পকেও যেন ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
২ ঘণ্টা আগে২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১৪ ঘণ্টা আগে