Ajker Patrika

আইপিএলে দল পেয়ে কৈশোরেই তারা কোটিপতি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৪
আইপিএলে দল পেয়ে কৈশোরেই তারা কোটিপতি

বয়স এখনো বিশের কোটা ছোঁয়নি, তাতেই কিনা কোটিপতি বনে গেলেন রাজ বাওয়া, ডিওয়াল্ড ব্রেভ্রিস আর রাজবর্ধন হাঙ্গারগেকর। এই তিন জনই  খেলেছেন এবারের যুব বিশ্বকাপ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের কদিন আগেই শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন তারা। ফলও মিলল হাতেনাতে। আইপিলের দল পেয়ে কৈশোরেই হয়ে গেলেন কোটিপতি। 

আইপিএলের নিলামে বাওয়ার ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। নিলামের টেবিলে এরপর দর হাঁকাতে শুরু করে তিনটি ফ্র‍্যাঞ্চাইজি। যুব বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে বড় অবদান রাখা বাওয়াকে দলে পেতে আগ্রহ দেখায়— পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত ভিত্তিমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব। 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী আরেক অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকরও রাতারাতি কোটিপতি বানিয়েছে আইপিএল। রাজবর্ধনের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। তাঁকে দলে পেতে লড়াই চালায়— মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয় চেন্নাই। 

এই দুজনকেও ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’ খ্যাত ডিওয়াল্ড ব্রেভিস। যুব বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ব্রেভিস যে এবার আইপিএলের চমক হতে পারে তা অনুমান করা যাচ্ছিল আগে থেকেই। নিলামের টেবিলেও এর ব্যতিক্রম হয়নি। ২০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই বিস্ময় বালককে ৩ কোটি রুপিতে কিনে নেয় মুম্বাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত