নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পেতে আগ্রহী বিশ্বের বেশির ভাগ ক্রিকেটারই। এবারও যথারীতি ক্রিকেটার, ক্রিকেটপ্রেমী, ক্রিকেট সংগঠক-প্রশাসকদের বেশির ভাগের আগ্রহের কেন্দ্রে ছিল আইপিএলের নিলাম। আইপিএলের হাটে অনেক চমকই দেখা গেছে। বাংলাদেশের দর্শকদের জন্য বড় ‘চমক’ ছিল সাকিব আল হাসানের কোনো দল না পাওয়া।
অবশ্য আইপিএলে বাংলাদেশের আরেক নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান ২ কোটি রুপিতে গেছেন দিল্লি ক্যাপিটালসে। তবে বাঁহাতি পেসারের দামটা যথার্থ হলো কিনা, সে প্রশ্নও উঠেছে। সব মিলিয়ে আইপিএলের এই জমজমাট হাটে বাংলাদেশ সব সময়ই থাকে পেছনের সারিতে।
গত দুই দিন ধরে হওয়া মেগা নিলামে সাকিবকে নিয়ে আগ্রহই দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রথম দিনের পর গতকাল শেষ দিনেও ওঠে সাকিবের নাম। বাঁহাতি অলরাউন্ডার শেষ পর্যন্ত অবিক্রীতই থেকেছেন। নিলামে নাম দিয়েছেন অথচ দল পাননি, সাকিবের সর্বশেষ এই অভিজ্ঞতা হয়েছিল এক যুগ আগে।
দুবার নাম ওঠার পরও সাকিবকে নিয়ে কেন আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্চাইজি? আইপিএল নিলামে থাকা একটি সূত্র জানিয়েছে, সাকিবকে পুরো আইপিএলে পাওয়া যাবে না। এই সময় বাংলাদেশ দল ব্যস্ত থাকবে দক্ষিণ আফ্রিকা সফর ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। সাকিবের মতো বড় তারকার পূর্ণ সেবা পাওয়ার নিশ্চয়তা না পাওয়াটাই ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়নি সাকিবকে দলে ভেড়াতে।
নিলামে দল না পাওয়া সাকিবের সামনে আইপিএলে দল পাওয়ার এখন একটাই উপায়—যদি কোনো দলের খেলোয়াড় চোটে পড়েন কিংবা টুর্নামেন্টের মাঝপথে কাউকে না পাওয়া যায়, সে ক্ষেত্রে অবিক্রীত খেলোয়াড় তালিকা থাকা বাঁহাতি অলরাউন্ডারকে কেউ যদি দলে ভেড়ান। অবশ্য এত ‘যদি’, ‘কিন্তু’ মিলিয়ে আইপিএল খেলা ভীষণ কঠিন।
সাকিবের দল না পাওয়ার ব্যাখ্যায় দেশের প্রসিদ্ধ ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেছেন, ‘দলগুলো আগেই খেলোয়াড়ের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে নিলামে বসে। ভারতীয় ক্রিকেটারদের বাইরে বিদেশিদের নিতে গিয়ে অনেক হিসেব নিকেশ করে। সাকিবকে পুরো মৌসুমে না পাওয়ার বিষয়টাও তাদের ভাবিয়েছে।’
সাকিবের দল না পাওয়ার নিলামে মোস্তাফিজের সুসংবাদ, তিনি এবারও দল পেয়েছেন। তবে ফিজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ২ কোটি পারিশ্রমিকে খুব একটা তৃপ্ত নন বাঁহাতি পেসার। গতবার ১ কোটি রুপিতে তিনি খেলেছিলেন রাজস্থান রয়্যালসের। পারফরম্যান্সও ছিল বলার মতোই। রাজস্থান ম্যানেজমেন্টও খুশি ছিল তাঁকে নিয়ে। কিন্তু এবার রাজস্থান আগ্রহই দেখায়নি ফিজকে নিয়ে। অথচ মাত্রই বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি পেরোনো দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস পর্যন্ত বিক্রি হয়েছেন ৩ কোটি রুপিতে।
অবশ্য আইপিএলের জমজমাট নিলামে সব সময়ই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে দলগুলোর আগ্রহ কমই থাকে। ক্রিকেট বিশ্লেষকেরা এর কারণে যে কটি কারণ সামনে আনছেন—এখানে দলগুলো খেলোয়াড়েরা র্যাঙ্কিংয়ের চেয়ে দলের ভারসাম্য ও খেলোয়াড়ের সর্বশেষ পারফরম্যান্স যাচাই করে। আগের আসরে খেললে সেই পারফরম্যান্সও বিবেচনা করে। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি যেমন—বিপিএল ভারতে সরাসরি সম্প্রচার হয় না। দলগুলো এবারের নিলামে বিদেশিদের মধ্যে লোয়ার অর্ডারে পাওয়ার হিটার এবং পেস বোলিং অলরাউন্ডারদের বেশি প্রাধান্য দিয়েছে। ভারতে স্পিনারের সংখ্যা বেশি থাকায় এই জায়গায় তারা বিদেশি ক্রিকেটারদের প্রতি তেমন আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পেতে আগ্রহী বিশ্বের বেশির ভাগ ক্রিকেটারই। এবারও যথারীতি ক্রিকেটার, ক্রিকেটপ্রেমী, ক্রিকেট সংগঠক-প্রশাসকদের বেশির ভাগের আগ্রহের কেন্দ্রে ছিল আইপিএলের নিলাম। আইপিএলের হাটে অনেক চমকই দেখা গেছে। বাংলাদেশের দর্শকদের জন্য বড় ‘চমক’ ছিল সাকিব আল হাসানের কোনো দল না পাওয়া।
অবশ্য আইপিএলে বাংলাদেশের আরেক নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান ২ কোটি রুপিতে গেছেন দিল্লি ক্যাপিটালসে। তবে বাঁহাতি পেসারের দামটা যথার্থ হলো কিনা, সে প্রশ্নও উঠেছে। সব মিলিয়ে আইপিএলের এই জমজমাট হাটে বাংলাদেশ সব সময়ই থাকে পেছনের সারিতে।
গত দুই দিন ধরে হওয়া মেগা নিলামে সাকিবকে নিয়ে আগ্রহই দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রথম দিনের পর গতকাল শেষ দিনেও ওঠে সাকিবের নাম। বাঁহাতি অলরাউন্ডার শেষ পর্যন্ত অবিক্রীতই থেকেছেন। নিলামে নাম দিয়েছেন অথচ দল পাননি, সাকিবের সর্বশেষ এই অভিজ্ঞতা হয়েছিল এক যুগ আগে।
দুবার নাম ওঠার পরও সাকিবকে নিয়ে কেন আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্চাইজি? আইপিএল নিলামে থাকা একটি সূত্র জানিয়েছে, সাকিবকে পুরো আইপিএলে পাওয়া যাবে না। এই সময় বাংলাদেশ দল ব্যস্ত থাকবে দক্ষিণ আফ্রিকা সফর ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। সাকিবের মতো বড় তারকার পূর্ণ সেবা পাওয়ার নিশ্চয়তা না পাওয়াটাই ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়নি সাকিবকে দলে ভেড়াতে।
নিলামে দল না পাওয়া সাকিবের সামনে আইপিএলে দল পাওয়ার এখন একটাই উপায়—যদি কোনো দলের খেলোয়াড় চোটে পড়েন কিংবা টুর্নামেন্টের মাঝপথে কাউকে না পাওয়া যায়, সে ক্ষেত্রে অবিক্রীত খেলোয়াড় তালিকা থাকা বাঁহাতি অলরাউন্ডারকে কেউ যদি দলে ভেড়ান। অবশ্য এত ‘যদি’, ‘কিন্তু’ মিলিয়ে আইপিএল খেলা ভীষণ কঠিন।
সাকিবের দল না পাওয়ার ব্যাখ্যায় দেশের প্রসিদ্ধ ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেছেন, ‘দলগুলো আগেই খেলোয়াড়ের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে নিলামে বসে। ভারতীয় ক্রিকেটারদের বাইরে বিদেশিদের নিতে গিয়ে অনেক হিসেব নিকেশ করে। সাকিবকে পুরো মৌসুমে না পাওয়ার বিষয়টাও তাদের ভাবিয়েছে।’
সাকিবের দল না পাওয়ার নিলামে মোস্তাফিজের সুসংবাদ, তিনি এবারও দল পেয়েছেন। তবে ফিজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ২ কোটি পারিশ্রমিকে খুব একটা তৃপ্ত নন বাঁহাতি পেসার। গতবার ১ কোটি রুপিতে তিনি খেলেছিলেন রাজস্থান রয়্যালসের। পারফরম্যান্সও ছিল বলার মতোই। রাজস্থান ম্যানেজমেন্টও খুশি ছিল তাঁকে নিয়ে। কিন্তু এবার রাজস্থান আগ্রহই দেখায়নি ফিজকে নিয়ে। অথচ মাত্রই বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি পেরোনো দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস পর্যন্ত বিক্রি হয়েছেন ৩ কোটি রুপিতে।
অবশ্য আইপিএলের জমজমাট নিলামে সব সময়ই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে দলগুলোর আগ্রহ কমই থাকে। ক্রিকেট বিশ্লেষকেরা এর কারণে যে কটি কারণ সামনে আনছেন—এখানে দলগুলো খেলোয়াড়েরা র্যাঙ্কিংয়ের চেয়ে দলের ভারসাম্য ও খেলোয়াড়ের সর্বশেষ পারফরম্যান্স যাচাই করে। আগের আসরে খেললে সেই পারফরম্যান্সও বিবেচনা করে। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি যেমন—বিপিএল ভারতে সরাসরি সম্প্রচার হয় না। দলগুলো এবারের নিলামে বিদেশিদের মধ্যে লোয়ার অর্ডারে পাওয়ার হিটার এবং পেস বোলিং অলরাউন্ডারদের বেশি প্রাধান্য দিয়েছে। ভারতে স্পিনারের সংখ্যা বেশি থাকায় এই জায়গায় তারা বিদেশি ক্রিকেটারদের প্রতি তেমন আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।
গাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
১ ঘণ্টা আগেথ্রিলার মুভির গল্পকেও যেন ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
২ ঘণ্টা আগে২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১৪ ঘণ্টা আগে