আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রওনা হয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ৪ মহাকাশচারী। আগামী ৬ মাসের জন্য তাঁরা মহাকাশ স্টেশনে গিয়েছেন। সেখানে থাকাকালে আরও দুটি রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। এই নভোচারীরা সেই দুটি রকেটের গমনাগমন পর্যবেক্ষণ করবেন। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা স্পেসএক্সের ফ্যালকন রকেটে করে ৪ নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। নভোচারীদের মধ্যে তিনজন মার্কিন গবেষণা সংস্থা নাসার সদস্য। তাঁরা হলেন—ম্যাথিউ ডমিনিখ, মাইকেল বেরেট ও জেনেট ইপস। চতুর্থ নভোচারী হলেন রাশিয়ার আলেকজান্ডার গ্রেবেনকিন।
আগামী মঙ্গলবার তাদের বহনকারী মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথে পৌঁছাবে। স্টেশনে তাঁরা মূলত গত আগস্ট থেকে স্টেশনে থাকা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জাপান ও রাশিয়ার একদল নভোচারীর স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, মহাকাশে যাওয়া প্রথম আরব নারী হিসেবে রায়ানাহ বার্নাবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান বছরের গত ২১ মে। তাঁর সঙ্গে ছিলেন আরেক সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনি। অ্যাক্সিওম মিশন-২-এর জন্য মার্কিন কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনারের সঙ্গে যোগ দেন রায়ানাহ ও আলি। বেশ কয়েকবার বিলম্বিত হওয়ার পর গত ২১ মে এই অভিযান শুরু হয়। এই অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন দুই সৌদি নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রওনা হয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ৪ মহাকাশচারী। আগামী ৬ মাসের জন্য তাঁরা মহাকাশ স্টেশনে গিয়েছেন। সেখানে থাকাকালে আরও দুটি রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। এই নভোচারীরা সেই দুটি রকেটের গমনাগমন পর্যবেক্ষণ করবেন। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা স্পেসএক্সের ফ্যালকন রকেটে করে ৪ নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। নভোচারীদের মধ্যে তিনজন মার্কিন গবেষণা সংস্থা নাসার সদস্য। তাঁরা হলেন—ম্যাথিউ ডমিনিখ, মাইকেল বেরেট ও জেনেট ইপস। চতুর্থ নভোচারী হলেন রাশিয়ার আলেকজান্ডার গ্রেবেনকিন।
আগামী মঙ্গলবার তাদের বহনকারী মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথে পৌঁছাবে। স্টেশনে তাঁরা মূলত গত আগস্ট থেকে স্টেশনে থাকা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জাপান ও রাশিয়ার একদল নভোচারীর স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, মহাকাশে যাওয়া প্রথম আরব নারী হিসেবে রায়ানাহ বার্নাবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান বছরের গত ২১ মে। তাঁর সঙ্গে ছিলেন আরেক সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনি। অ্যাক্সিওম মিশন-২-এর জন্য মার্কিন কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনারের সঙ্গে যোগ দেন রায়ানাহ ও আলি। বেশ কয়েকবার বিলম্বিত হওয়ার পর গত ২১ মে এই অভিযান শুরু হয়। এই অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন দুই সৌদি নভোচারী।
মহাকাশ গবেষণায় নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণা আবারও বদলে দিতে পারে। আন্তর্জাতিক গবেষকদলের দাবি, সৌরজগতের একেবারে প্রান্তে লুকিয়ে আছে রহস্যময় নবম গ্রহ ‘প্ল্যানেট নাইন’ বা ‘প্ল্যানেট এক্স’।
৩ দিন আগেপৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
৪ দিন আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
৪ দিন আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৬ দিন আগে