অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রওনা হয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ৪ মহাকাশচারী। আগামী ৬ মাসের জন্য তাঁরা মহাকাশ স্টেশনে গিয়েছেন। সেখানে থাকাকালে আরও দুটি রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। এই নভোচারীরা সেই দুটি রকেটের গমনাগমন পর্যবেক্ষণ করবেন। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা স্পেসএক্সের ফ্যালকন রকেটে করে ৪ নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। নভোচারীদের মধ্যে তিনজন মার্কিন গবেষণা সংস্থা নাসার সদস্য। তাঁরা হলেন—ম্যাথিউ ডমিনিখ, মাইকেল বেরেট ও জেনেট ইপস। চতুর্থ নভোচারী হলেন রাশিয়ার আলেকজান্ডার গ্রেবেনকিন।
আগামী মঙ্গলবার তাদের বহনকারী মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথে পৌঁছাবে। স্টেশনে তাঁরা মূলত গত আগস্ট থেকে স্টেশনে থাকা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জাপান ও রাশিয়ার একদল নভোচারীর স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, মহাকাশে যাওয়া প্রথম আরব নারী হিসেবে রায়ানাহ বার্নাবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান বছরের গত ২১ মে। তাঁর সঙ্গে ছিলেন আরেক সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনি। অ্যাক্সিওম মিশন-২-এর জন্য মার্কিন কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনারের সঙ্গে যোগ দেন রায়ানাহ ও আলি। বেশ কয়েকবার বিলম্বিত হওয়ার পর গত ২১ মে এই অভিযান শুরু হয়। এই অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন দুই সৌদি নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রওনা হয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ৪ মহাকাশচারী। আগামী ৬ মাসের জন্য তাঁরা মহাকাশ স্টেশনে গিয়েছেন। সেখানে থাকাকালে আরও দুটি রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। এই নভোচারীরা সেই দুটি রকেটের গমনাগমন পর্যবেক্ষণ করবেন। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা স্পেসএক্সের ফ্যালকন রকেটে করে ৪ নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। নভোচারীদের মধ্যে তিনজন মার্কিন গবেষণা সংস্থা নাসার সদস্য। তাঁরা হলেন—ম্যাথিউ ডমিনিখ, মাইকেল বেরেট ও জেনেট ইপস। চতুর্থ নভোচারী হলেন রাশিয়ার আলেকজান্ডার গ্রেবেনকিন।
আগামী মঙ্গলবার তাদের বহনকারী মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথে পৌঁছাবে। স্টেশনে তাঁরা মূলত গত আগস্ট থেকে স্টেশনে থাকা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জাপান ও রাশিয়ার একদল নভোচারীর স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, মহাকাশে যাওয়া প্রথম আরব নারী হিসেবে রায়ানাহ বার্নাবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান বছরের গত ২১ মে। তাঁর সঙ্গে ছিলেন আরেক সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনি। অ্যাক্সিওম মিশন-২-এর জন্য মার্কিন কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনারের সঙ্গে যোগ দেন রায়ানাহ ও আলি। বেশ কয়েকবার বিলম্বিত হওয়ার পর গত ২১ মে এই অভিযান শুরু হয়। এই অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন দুই সৌদি নভোচারী।
আমাদের গ্রহের অভ্যন্তরে ঘটছে অসংখ্য জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি পৃথিবীর উপরিভাগের চেয়ে অনেক বেশি রহস্যময়। ভূপৃষ্ঠের পাতলা স্তর এবং উত্তপ্ত কেন্দ্রের মাঝখানে অবস্থিত ম্যান্টল অঞ্চলটি প্রায় ২ হাজার ৯০০ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত।
১৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় সাত মাস ধরে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। এত দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে সুনিতা এখন বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। তিনি ভুলে গেছেন কীভাবে হাঁটতে হয়! এই চ্যালেঞ্জটি তাঁর শরীরের ওপর দীর্ঘ মহাকাশ অভিযানের প্র
১৮ ঘণ্টা আগেমহাকাশ স্টেশনে আটকে পড়া নভোচারী বাচ উইলমোর এবং সুনি উইলিয়ামসকে দ্রুত ফিরিয়ে আনতে ইলন মাস্ককে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ তথ্য জানান মাস্ক। তবে এই ঘোষণার ফলে নাসার...
২ দিন আগেচাঁদে গিয়ে অক্সিজেনের সংকটে পড়েন নভোচারীরা। এই সংকট কাটিয়ে ওঠা যায় কীভাবে, সেই উদ্যোগ নিয়েছেন একদল প্রকৌশলী। তাঁরা চাইছেন, সেখানে যে অক্সিজেন পাওয়া যায়, এ জন্য একটি যন্ত্রের নকশা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের সিয়েরা স্পেসের প্রকৌশলীরা। তাঁরা আশা করছেন
৪ দিন আগে