Ajker Patrika

পৃথিবীর সবচেয়ে বড় রকেট উৎক্ষেপণে প্রস্তুত স্পেসএক্স 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৪: ০৬
পৃথিবীর সবচেয়ে বড় রকেট উৎক্ষেপণে প্রস্তুত স্পেসএক্স 

উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত তৈরি পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। স্টারশিপ নামের রকেটটি তৈরি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান 'স্পেসএক্স' । রকেটটির উচ্চতা ১২০ মিটার বা ৪০০ ফুট।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রকেটটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকা চিকা এলাকা থেকে উৎক্ষেপণ করা হবে। রকেটটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে।

তবে মাস্ক সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছেন। কারণ, তিনি মনে করেন নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।

মাস্ক বলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি তবে আমরা আমরা আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।

মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ধ্বংস না হয় আমরা সে চেষ্টা করব।’

এর আগে, স্পেসএক্স’কে মহাকাশে স্টারশিপের প্রথম উৎক্ষেপণ পরীক্ষা চালানোর চূড়ান্ত অনুমোদন দেয় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) । এই লাইসেন্সের মেয়াদ থাকবে পাঁচ বছর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত