উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত তৈরি পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। স্টারশিপ নামের রকেটটি তৈরি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান 'স্পেসএক্স' । রকেটটির উচ্চতা ১২০ মিটার বা ৪০০ ফুট।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রকেটটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকা চিকা এলাকা থেকে উৎক্ষেপণ করা হবে। রকেটটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে।
তবে মাস্ক সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছেন। কারণ, তিনি মনে করেন নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।
মাস্ক বলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি তবে আমরা আমরা আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।
মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ধ্বংস না হয় আমরা সে চেষ্টা করব।’
এর আগে, স্পেসএক্স’কে মহাকাশে স্টারশিপের প্রথম উৎক্ষেপণ পরীক্ষা চালানোর চূড়ান্ত অনুমোদন দেয় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) । এই লাইসেন্সের মেয়াদ থাকবে পাঁচ বছর পর্যন্ত।
উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত তৈরি পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। স্টারশিপ নামের রকেটটি তৈরি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান 'স্পেসএক্স' । রকেটটির উচ্চতা ১২০ মিটার বা ৪০০ ফুট।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রকেটটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকা চিকা এলাকা থেকে উৎক্ষেপণ করা হবে। রকেটটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে।
তবে মাস্ক সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছেন। কারণ, তিনি মনে করেন নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।
মাস্ক বলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি তবে আমরা আমরা আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।
মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ধ্বংস না হয় আমরা সে চেষ্টা করব।’
এর আগে, স্পেসএক্স’কে মহাকাশে স্টারশিপের প্রথম উৎক্ষেপণ পরীক্ষা চালানোর চূড়ান্ত অনুমোদন দেয় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) । এই লাইসেন্সের মেয়াদ থাকবে পাঁচ বছর পর্যন্ত।
২৫ এপ্রিল ভোরে আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে এক ‘হাস্যোজ্জ্বল মুখ’। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ওই দিন ভোরে এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন বিশ্ববাসী—যার নাম ‘ট্রিপল কনজাংকশন’।
৩ ঘণ্টা আগেমহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে। রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন তিনি ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার।
১ দিন আগেপ্রাচীন মানবের টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ৪০ হাজার বছর আগে পৃথিবীর চুম্বকক্ষেত্রের বড় রকমের পরিবর্তনের সময় সূর্যের অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছিল পৃথিবীর জীবজগৎ।
১ দিন আগেরাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ। কিন্তু ইতিহাসের পাতায় আজও উপেক্ষিত।
২ দিন আগে