উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত তৈরি পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। স্টারশিপ নামের রকেটটি তৈরি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান 'স্পেসএক্স' । রকেটটির উচ্চতা ১২০ মিটার বা ৪০০ ফুট।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রকেটটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকা চিকা এলাকা থেকে উৎক্ষেপণ করা হবে। রকেটটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে।
তবে মাস্ক সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছেন। কারণ, তিনি মনে করেন নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।
মাস্ক বলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি তবে আমরা আমরা আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।
মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ধ্বংস না হয় আমরা সে চেষ্টা করব।’
এর আগে, স্পেসএক্স’কে মহাকাশে স্টারশিপের প্রথম উৎক্ষেপণ পরীক্ষা চালানোর চূড়ান্ত অনুমোদন দেয় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) । এই লাইসেন্সের মেয়াদ থাকবে পাঁচ বছর পর্যন্ত।
উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত তৈরি পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। স্টারশিপ নামের রকেটটি তৈরি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান 'স্পেসএক্স' । রকেটটির উচ্চতা ১২০ মিটার বা ৪০০ ফুট।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রকেটটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকা চিকা এলাকা থেকে উৎক্ষেপণ করা হবে। রকেটটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে।
তবে মাস্ক সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছেন। কারণ, তিনি মনে করেন নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।
মাস্ক বলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি তবে আমরা আমরা আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।
মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ধ্বংস না হয় আমরা সে চেষ্টা করব।’
এর আগে, স্পেসএক্স’কে মহাকাশে স্টারশিপের প্রথম উৎক্ষেপণ পরীক্ষা চালানোর চূড়ান্ত অনুমোদন দেয় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) । এই লাইসেন্সের মেয়াদ থাকবে পাঁচ বছর পর্যন্ত।
আমরা যখন ‘নাসা’ নিয়ে ভাবি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে রকেট আর মহাকাশ অভিযান। এটিই স্বাভাবিক, কারণ মহাকাশ-সংক্রান্ত নাসার অন্যান্য অর্জনই সংবাদমাধ্যমে বেশি প্রকাশ পায়। তবে অনেকেই জানেন না, নাসার রকেট বা মহাকাশযানের পাশাপাশি নিজস্ব যুদ্ধবিমানের বহর রয়েছে।
১৫ ঘণ্টা আগেচেক প্রজাতন্ত্রের দক্ষিণ মোরাভিয়া অঞ্চলের এক প্রাগৈতিহাসিক খনিতে ছয় হাজার বছর আগে শ্রমজীবী দুই বোনের জীবনের রহস্য উদ্ঘাটন করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। নতুন গবেষণার ভিত্তিতে এই দুই নারীর ‘হাইপাররিয়েলিস্টিক’ বা ৩ডি মুখাবয়ব পুনর্গঠন করা হয়েছে।
১৭ ঘণ্টা আগেবিশ্বজুড়ে অন্যতম প্রধান খাদ্যশস্য আলু। হাজার হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে এই শস্যের প্রথম চাষ শুরু হয়। এরপর ১৬শ শতাব্দী থেকে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এতদিন আলুর বিবর্তন ও উৎপত্তি ঘিরে ছিল রহস্য। তবে সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা জানালেন, আলুর উৎপত্তি হয়েছিল টমেটো ও আলুর মতো দেখতে
২ দিন আগেনিশ্বাস নেওয়ার জন্য মানুষের মতো শুধু ফুসফুসের ওপর নির্ভর করে না ব্যাঙ। এরা ত্বক দিয়েই তারা শ্বাস নিতে পারে এবং পানি পান করতে পারে। ব্যাঙসহ অন্যান্য উভচর প্রাণীদের এই বিশেষ বৈশিষ্ট্য পরিবেশের সঙ্গে তাদের গভীরভাবে সংযুক্ত করে রাখে।
২ দিন আগে