Ajker Patrika

মৃতদের ভোট দেওয়া রুখতে কবরস্থানে বিএনপি নেতাদের শপথ

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২২: ৪৪
মৃতদের ভোট দেওয়া রুখতে কবরস্থানে বিএনপি নেতাদের শপথ

গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের নামে মামলা এবং ভোট দেওয়া প্রতিরোধের শপথ নিয়েছেন খুলনা বিএনপি নেতা–কর্মীরা। আজ বুধবার বিকেলে নগরীর টুটপাড়া কবরস্থানে গিয়ে শপথ নেন তাঁরা। এর আগে প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 

এ ব্যাপারে খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু বলেন, ‘মানুষ মারা যাওয়ার পর তার সব হিসাব–নিকাশ বন্ধ হয়ে যায়। কিন্তু সরকার মৃত মানুষদেরও রেহাই দিচ্ছে না। মৃতদের নামে গায়েবি মামলা, তাদের নাম ব্যবহার করে ভোট জালিয়াতির নানা ঘটনার জন্ম দিয়েছে। এ জন্য মৃতদের নাম ব্যবহার করে যারা ভোট জালিয়াতি করবে ওই সব কর্মকর্তা–কর্মচারী, কবরে শায়িত মৃত ব্যক্তিদের ককটেল মেরে পালিয়ে যেতে দেখা মামলার বাদী, সাক্ষী ও তদন্ত কর্মকর্তা এবং মৃত মানুষদের নিয়ে হিংসাত্মক বক্তব্য ও কটূক্তিকারীদের প্রতিহত করার শপথ নেওয়া হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক স ম আবদুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, জাহিদ হোসেন, আলী আক্কাস আলী, শফিকুল ইসলাম শফি, যুবদলের আব্দুল আজিজ সুমন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, এইচ এম আসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত