Ajker Patrika

সবাই চায় গণতন্ত্র ফিরে আসুক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সবাই চায় গণতন্ত্র ফিরে আসুক: মির্জা ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষে যে আন্দোলন আমরা শুরু করেছি, সেই আন্দোলনে লাখ-লাখ সাধারণ মানুষ জড়িত হচ্ছে। সবাই এখন চায় এই দেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের অধিকারগুলো সুরক্ষিত হোক।’ 

আজ সোমবার বিকেলে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র যদি না থাকে, সেখানে কারো অধিকারই প্রতিষ্ঠিত হয় না। আমরা সবাই এখন যে বিপদে আছি। একটা সংকটে আছি, ভয়ংকর একটা সংকটে। সেই সংকট হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার সংকট, আমাদের গণতন্ত্রের সংকট। এই সংকটকে আমাদের কাটিয়ে উঠতে হবে। 

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের, আগে আমাদের সঙ্গে যিনি সব সময় বসতেন দলের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে আজকে মিথ্যে মামলা দিয়ে সাজা দিয়ে এখন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। 

কিন্তু সৌভাগ্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে ৮ হাজার মাইল দূরে থেকেও যেভাবে আমাদের নির্দেশনা দিচ্ছেন দলকে পরিচালনা করছেন, বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলছেন। আমি বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ আরেকবার মুক্তিযুদ্ধ যেভাবে করেছিল সেইভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠবে। এই ভয়াবহ অশুভ শক্তিকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি বাংলাদেশ গড়ে তুলবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত