নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বেশির ভাগ প্রার্থীই জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে কোনো কোনো দলের শীর্ষ নেতারাও আছেন। আছেন বর্তমান ও সাবেক সংসদ সদস্যও। অনেক আসনে বিজয়ী প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো ১৬টি জেলার ৭৯টি আসনের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এসব আসনের ৫৪৭ প্রার্থীর ৪০৩ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। উল্লেখ্য, সংসদ নির্বাচনে প্রার্থীকে জামানত ফেরত পেতে হলে প্রদত্ত ভোটের কমপক্ষে ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হয়। সংসদ নির্বাচনে প্রার্থী হতে ২০ হাজার টাকা জামানত দিতে হয় নির্বাচন কমিশনে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সিলেটের ৬টি আসনের ৩৫ জন প্রার্থীর মধ্যে বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরীসহ ২৪ জন জামানত খুইয়েছেন। সাতক্ষীরার চারটি আসনে প্রার্থী ছিলেন ৩০ জন। তাঁদের মধ্যে ২৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মুন্সিগঞ্জের ৩টি আসনে ২৮ জনের মধ্যে ২৩ জনের, গাজীপুরের ৫টি আসনের ৩৮ জনের মধ্যে ২৮, বাগেরহাটের ৪টি আসনে ২৬ জনের মধ্যে ২১, নরসিংদীর ৫ আসনের ৩৭ জনের মধ্যে ২৭ জনের, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের ১৬ জনের মধ্যে ১০, কুড়িগ্রামের ৪টি আসনের ৩০ জনের মধ্যে ২৩, যশোরের ৬টি আসনের ৩২ জনের মধ্যে ২১, ঝিনাইদহের ৪টি আসনের ২৬ জনের মধ্যে ১৮, রাজশাহীর ৬টি আসনের ৪২ জনের মধ্যে ৩১, গাইবান্ধার ৫টি আসনের ৩৫ জনের মধ্যে ২৪, বগুড়ার ৭টি আসনের ৫৮ জনের মধ্যে ৪৫, পাবনার ৫টি আসনের ৩২ জনের মধ্যে ২৫ এবং কিশোরগঞ্জের ৬টি আসনের ৪৩ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন জামানত হারিয়েছেন।
জামানত হারানো মোকাব্বির খান সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি। শমসের মুবিন চৌধুরী সিলেট-৬ আসনের প্রার্থী ছিলেন। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ–১ আসনে এবং নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা মুন্সিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত বাঁচানোর মতো ভোট পাননি। এ ছাড়া নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক আনোয়ার হোসেন, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি, চাঁদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ও দলের মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান, কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ও পাবনা-২ আসনে বিএনএম–এর প্রার্থী গায়িকা ডলি সায়ন্তনী জামানত হারিয়েছেন। নারায়ণগঞ্জ–১ আসনে তৈমুর ছাড়া আরও ছয়জন জামানত হারিয়েছেন। এ আসনে প্রার্থী ছিলেন ৯ জন। বগুড়া–৪ আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) জামানতও বাঁচেনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বেশির ভাগ প্রার্থীই জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে কোনো কোনো দলের শীর্ষ নেতারাও আছেন। আছেন বর্তমান ও সাবেক সংসদ সদস্যও। অনেক আসনে বিজয়ী প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো ১৬টি জেলার ৭৯টি আসনের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এসব আসনের ৫৪৭ প্রার্থীর ৪০৩ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। উল্লেখ্য, সংসদ নির্বাচনে প্রার্থীকে জামানত ফেরত পেতে হলে প্রদত্ত ভোটের কমপক্ষে ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হয়। সংসদ নির্বাচনে প্রার্থী হতে ২০ হাজার টাকা জামানত দিতে হয় নির্বাচন কমিশনে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সিলেটের ৬টি আসনের ৩৫ জন প্রার্থীর মধ্যে বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরীসহ ২৪ জন জামানত খুইয়েছেন। সাতক্ষীরার চারটি আসনে প্রার্থী ছিলেন ৩০ জন। তাঁদের মধ্যে ২৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মুন্সিগঞ্জের ৩টি আসনে ২৮ জনের মধ্যে ২৩ জনের, গাজীপুরের ৫টি আসনের ৩৮ জনের মধ্যে ২৮, বাগেরহাটের ৪টি আসনে ২৬ জনের মধ্যে ২১, নরসিংদীর ৫ আসনের ৩৭ জনের মধ্যে ২৭ জনের, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের ১৬ জনের মধ্যে ১০, কুড়িগ্রামের ৪টি আসনের ৩০ জনের মধ্যে ২৩, যশোরের ৬টি আসনের ৩২ জনের মধ্যে ২১, ঝিনাইদহের ৪টি আসনের ২৬ জনের মধ্যে ১৮, রাজশাহীর ৬টি আসনের ৪২ জনের মধ্যে ৩১, গাইবান্ধার ৫টি আসনের ৩৫ জনের মধ্যে ২৪, বগুড়ার ৭টি আসনের ৫৮ জনের মধ্যে ৪৫, পাবনার ৫টি আসনের ৩২ জনের মধ্যে ২৫ এবং কিশোরগঞ্জের ৬টি আসনের ৪৩ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন জামানত হারিয়েছেন।
জামানত হারানো মোকাব্বির খান সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি। শমসের মুবিন চৌধুরী সিলেট-৬ আসনের প্রার্থী ছিলেন। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ–১ আসনে এবং নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা মুন্সিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত বাঁচানোর মতো ভোট পাননি। এ ছাড়া নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক আনোয়ার হোসেন, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি, চাঁদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ও দলের মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান, কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ও পাবনা-২ আসনে বিএনএম–এর প্রার্থী গায়িকা ডলি সায়ন্তনী জামানত হারিয়েছেন। নারায়ণগঞ্জ–১ আসনে তৈমুর ছাড়া আরও ছয়জন জামানত হারিয়েছেন। এ আসনে প্রার্থী ছিলেন ৯ জন। বগুড়া–৪ আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) জামানতও বাঁচেনি।
সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
২ ঘণ্টা আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগেমনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১৮ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১৯ ঘণ্টা আগে