নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম দিন দিন বাড়ছে। সরকার এসব ক্ষেত্রে দাম বেঁধে দিলেও সিন্ডিকেটের কারণে মাঠপর্যায়ে তা কার্যকর হচ্ছে না। এমন পরিস্থিতিতে সরকারের আমদানির ঘোষণা আইওয়াশ। এই আইওয়াশ দিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না। সিন্ডিকেট ওয়ালারা সংসদ দখল করে ফেলেছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম।
এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিন্ডিকেট ভাঙা, সারা দেশে রেশনিং ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালুসহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সংবাদ সম্মেলনে শাহ আলম বলেন, ‘আইওয়াশ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সিন্ডিকেট সমস্যার কোনো সমাধান হবে না। আজকে আলু, ডিম হচ্ছে। আরেক দিন চিনি হবে। সিন্ডিকেট ওয়ালারা সংসদ দখল করে ফেলেছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে বসে আছে। তারা ব্যাংক, শেয়ারবাজার দখল করে বসে আছে। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। সরকারকে বলব, আইওয়াশ দেওয়ার দরকার নাই। স্থায়ী রেশনিং ব্যবস্থা ছাড়া সিন্ডিকেট ভাঙা যাবে না। বিকল্প ১৩ দফার মাধ্যমে সিন্ডিকেট ভাঙা সম্ভব।’
সংসদে জনপ্রতিনিধিদের মধ্যে জবাবদিহি না থাকায় বাজারে এমন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আজকে জনগণের ভোটে নির্বাচিত সংসদ না থাকাতে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এই নৈরাজ্য থেকে বের হয়ে আসতে হলে জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে হবে।
এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে স্থায়ী রেশন ব্যবস্থা চালু, ক্রেতা ও ভোক্তা সমবায় সমিতি গঠন, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, টিসিবির কার্যক্রম বৃদ্ধি, অত্যাবশ্যকীয় দ্রব্যসামগ্রীর বাফার স্টক গড়ে তোলা, মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, গণবণ্টন ব্যবস্থা চালু, অবাধ খোলাবাজার অর্থনীতির দর্শন নীতি থেকে বের হয়ে আসা উল্লেখযোগ্য।
এম এম আকাশ বলেন, ‘আমাদের দেশের ধনীরা বিদেশে ভোগ-বিলাস এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্রয়ে হাজার হাজার কোটি ডলার ব্যয় করছেন। কেউ কেউ বিদেশে বিনিয়োগ করে ডলার উপার্জনও করছেন। কিন্তু এগুলো কিছুই দেশে ডলারের রিজার্ভ বাড়াচ্ছে না। সরকার এক টাকার মেগা প্রজেক্টে তিন টাকা ব্যয় করছে। সে জন্য চীন, জাপান, ভারত, আইএমএফ থেকে প্রচুর ডলার ঋণ নিতে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে প্রায় চার কোটি লোক প্রয়োজনীয় ক্যালরি খাবার পাচ্ছেন না। এদের কথা সরকার, শাসকগোষ্ঠী ও মুনাফালোভীরা ভাবছে না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ফজলুর রহমান প্রমুখ।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম দিন দিন বাড়ছে। সরকার এসব ক্ষেত্রে দাম বেঁধে দিলেও সিন্ডিকেটের কারণে মাঠপর্যায়ে তা কার্যকর হচ্ছে না। এমন পরিস্থিতিতে সরকারের আমদানির ঘোষণা আইওয়াশ। এই আইওয়াশ দিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না। সিন্ডিকেট ওয়ালারা সংসদ দখল করে ফেলেছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম।
এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিন্ডিকেট ভাঙা, সারা দেশে রেশনিং ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালুসহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সংবাদ সম্মেলনে শাহ আলম বলেন, ‘আইওয়াশ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সিন্ডিকেট সমস্যার কোনো সমাধান হবে না। আজকে আলু, ডিম হচ্ছে। আরেক দিন চিনি হবে। সিন্ডিকেট ওয়ালারা সংসদ দখল করে ফেলেছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে বসে আছে। তারা ব্যাংক, শেয়ারবাজার দখল করে বসে আছে। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। সরকারকে বলব, আইওয়াশ দেওয়ার দরকার নাই। স্থায়ী রেশনিং ব্যবস্থা ছাড়া সিন্ডিকেট ভাঙা যাবে না। বিকল্প ১৩ দফার মাধ্যমে সিন্ডিকেট ভাঙা সম্ভব।’
সংসদে জনপ্রতিনিধিদের মধ্যে জবাবদিহি না থাকায় বাজারে এমন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আজকে জনগণের ভোটে নির্বাচিত সংসদ না থাকাতে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এই নৈরাজ্য থেকে বের হয়ে আসতে হলে জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে হবে।
এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে স্থায়ী রেশন ব্যবস্থা চালু, ক্রেতা ও ভোক্তা সমবায় সমিতি গঠন, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, টিসিবির কার্যক্রম বৃদ্ধি, অত্যাবশ্যকীয় দ্রব্যসামগ্রীর বাফার স্টক গড়ে তোলা, মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, গণবণ্টন ব্যবস্থা চালু, অবাধ খোলাবাজার অর্থনীতির দর্শন নীতি থেকে বের হয়ে আসা উল্লেখযোগ্য।
এম এম আকাশ বলেন, ‘আমাদের দেশের ধনীরা বিদেশে ভোগ-বিলাস এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্রয়ে হাজার হাজার কোটি ডলার ব্যয় করছেন। কেউ কেউ বিদেশে বিনিয়োগ করে ডলার উপার্জনও করছেন। কিন্তু এগুলো কিছুই দেশে ডলারের রিজার্ভ বাড়াচ্ছে না। সরকার এক টাকার মেগা প্রজেক্টে তিন টাকা ব্যয় করছে। সে জন্য চীন, জাপান, ভারত, আইএমএফ থেকে প্রচুর ডলার ঋণ নিতে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে প্রায় চার কোটি লোক প্রয়োজনীয় ক্যালরি খাবার পাচ্ছেন না। এদের কথা সরকার, শাসকগোষ্ঠী ও মুনাফালোভীরা ভাবছে না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ফজলুর রহমান প্রমুখ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শতাধিক প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতিগত কার্যক্রম শুরু করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইনস্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রাথমিকভাবে
৩৬ মিনিট আগেসংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানে ষষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ ও সপ্তম তফসিলে থাকা ‘প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্স’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি, তা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। অথচ জুলাই সনদ সংবিধানের তফসিল
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ‘জুলাই জাতীয় সনদের যে খসড়া তৈরি করা হয়েছে, তার মধ্যে উভয় কক্ষে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন, সেটা গণভোটে দিন। যদি জনগণ গণভোটে এটাকে গ্রহণ করে, সেটা মেনে নিতে হবে। যদি গ্রহণ না করে, তাও মানতে হবে। কিন্তু আপনি জনগণের মতামত
২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাবা হয়েছেন। তিনি পুত্রসন্তানের জনক হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।
২ ঘণ্টা আগে