Ajker Patrika

ঘোষণা দিয়ে দুই ঘণ্টা লোডশেডিং কি শেষের শুরু, প্রশ্ন মান্নার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘোষণা দিয়ে দুই ঘণ্টা লোডশেডিং কি শেষের শুরু, প্রশ্ন মান্নার

দেশের চরম অর্থনৈতিক সংকট ও জ্বালানি পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, এই সংকটের মূলে রয়েছে অবৈধ স্বৈরাচার সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, দুঃশাসন এবং ক্ষমতার অপব্যবহার। এই কারণেই জ্বালানিসংকট ঘনীভূত হচ্ছে।

আজ সোমবার দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ ঘোষণা করল। অথচ কয়েক মাস আগে এই সরকারই শতভাগ বিদ্যুতায়নের আলোকসজ্জা করেছে। এটা একটা ফোর টোয়েন্টি সরকার। অফিসের সময় সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। পেট্রল পাম্প সপ্তাহে একদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। এখন ঘোষণা দিয়ে দিনে দুই ঘণ্টা লোডশেডিং করবে। তার মানে, এটা কি শেষের শুরু?

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ১৩ বছরের সীমাহীন লুটপাট, দুর্নীতি, দুঃশাসনের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হয়েছে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার, যা দেশের মাত্র ৪ মাসের আমদানি ব্যয়ের সমান। ডলারের বিপরীতে টাকার মান প্রতিনিয়ত কমছে। সরকার কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। রেমিট্যান্স প্রবাহ কমে গেছে।

গত অর্থবছরে ৩১ বিলিয়ন ডলার বাণিজ্যঘাটতি ছিল জানিয়ে মান্না বলেন, পোশাক শিল্পে ক্রয়াদেশ কমেছে ৩০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে বাণিজ্য ঘাটতি যে আরও বাড়বে, তা নিঃসন্দেহে বলা যায়। অথচ রপ্তানি বাড়াতে সরকারের কোনো উদ্যোগ নেই। তারা কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত।

দেশের বর্তমান অর্থনীতির এই সংকট তৈরির দায় সরকারকেই নিতে হবে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, তাদের লুটপাট, দুর্নীতি, দুঃশাসন আর অপরিণামদর্শিতা আজকে গোটা দেশের অর্থনীতিকে এক অন্ধকার পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এর দায় সম্পূর্ণভাবে এই অযোগ্য সরকারের। এই মুহূর্তে চলে যান। দেশটাকে আর ধ্বংসের দিকে নিয়ে যাবেন না। শ্রীলঙ্কার দিকে তাকান। যারা বড়াই করেছে, তাদের পরিণতি কি হয়েছে, দেখতে পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত