Ajker Patrika

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

হরতালের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল  সোমবার(২৯ মার্চ) দেশব্যাপী দোয়া মাহফিল ও আগামী শুক্রবার (২এপ্রিল) বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি। আজ রোববার বিকালে রাজধানীর পল্টনে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী এ কর্মসূচি ঘোষণা করেন।

নুরুল ইসলামের দাবি করেন, গত তিন দিনের কর্মসূচি (শুক্রবার, শনিবার, রবিবার ) পালনকালে হেফাজতের ১৭ জন নিহত হয়েছে। কমপক্ষে পাঁচ  শতাধিক আহত হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে দুই শতাধিক।  

হেফাজতের কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়ে নুরুল ইসলাম বলেন, হামলাকারীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে।  এছাড়া হামলায় আহতদের সুচিকিৎসার পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে।  একইসঙ্গে আটককৃতদের মুক্তির দাবিও জানান তিনি।  

 হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা কারও প্রতিপক্ষ নই। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনকে দমন করার কোনও কারণ নেই।

হরতাল সফল করার জন্য সংগঠন নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকেও অভিনন্দন জানান নুরুল ইসলাম। 

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদ ও হেফাজতের প্রতিবাদ কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় রোববার হরতাল ডাকে হেফাজতে ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত