Ajker Patrika

‘নেতা-কর্মীদের গঠনমূলকভাবে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘নেতা-কর্মীদের গঠনমূলকভাবে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের দীর্ঘ বৈঠকে দেশের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক শেষে গণভবন গেটে বৈঠকের বিষয়ে কথা বলেন উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হবে। নেতা-কর্মীদের গঠনমূলকভাবে সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আজ বুধবার গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। 

তোফায়েল আহমেদ বলেন, অনেকেই এখন রাজনীতির মাঠে লাশ চায়। তাদের সেই স্বার্থ যেন হাসিল না হয় সে বিষয়ে ছাত্রলীগসহ সকল সংগঠনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আজকের বৈঠকে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন উপদেষ্টারা। ষড়যন্ত্রের বিষয়েও দলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উপদেষ্টারা। 

বৈঠকে ছাত্রলীগকে মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি করার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশি-বিদেশি বিভিন্ন সংকট মোকাবিলার বিষয়ে নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত