নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকারের কাছে ৪৩তম বিসিএসের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ৪৩তম বিসিএস নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করার দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘৪৩তম বিসিএসে ঢালাও নিয়োগের মাধ্যমে নিষিদ্ধের দাবি ওঠা ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করা হয়েছে। ৪৩তম বিসিএসে যথাযথ প্রক্রিয়া না মেনে এদের নিয়োগ দেওয়া হয়েছে, যার বেশির ভাগই ছাত্রলীগের নেতাকর্মী।’
এ ছাড়া ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের যেসব কার্যক্রম সম্পন্ন হয়েছে সেগুলো স্থগিত করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের দুই মাস না যেতেই কোনো রকম যাচাইবাছাই ছাড়া আওয়ামী লীগের অনুগত ও ছাত্রলীগের ক্যাডারদের পুনবার্সন করার জন্য ৪৩তম বিসিএসের ২ হাজার ৬৪ জনকে নিয়োগের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতার শামিল।’
সালাহউদ্দীন আহমদ বলেন, ‘ইতিমধ্যে ৪৪তম বিসিএসের ৩ হাজার মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার মূল্যায়ন শেষ পর্যায়ে। আর ৪৬তম বিসিএসের প্রিলিমারি পরীক্ষা শেষ হয়েছে। আমরা চাই ছাত্রলীগের ক্যাডারদের নিবৃত্ত করতে এই তিন নিয়োগ পরীক্ষা পুরোপুরি বাতিল করে নতুনভাবে পরীক্ষা নিতে হবে।’
পুলিশের নিয়োগ নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পতনের আগে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে ৮০৩ জনকে নিয়োগ করে। আমরা জানতে পেরেছি, এর মধ্যে ২০০ জনের বাড়ি গোপালগঞ্জে এবং ৪০৩ জন ছাত্র আন্দোলনে হত্যাকারী সংগঠন ছাত্রলীগের সদস্য। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকার সর্বশেষ ৬৭ জন এএসপিকে নিয়োগ প্রদান করে, যারা সবাই ছাত্রলীগের নেতা। এই পুলিশ কর্মকর্তাদের নিয়োগ বাতিল না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কলঙ্কমুক্ত হবে না।’
অন্তর্বর্তী সরকারের কাছে ৪৩তম বিসিএসের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ৪৩তম বিসিএস নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করার দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘৪৩তম বিসিএসে ঢালাও নিয়োগের মাধ্যমে নিষিদ্ধের দাবি ওঠা ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করা হয়েছে। ৪৩তম বিসিএসে যথাযথ প্রক্রিয়া না মেনে এদের নিয়োগ দেওয়া হয়েছে, যার বেশির ভাগই ছাত্রলীগের নেতাকর্মী।’
এ ছাড়া ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের যেসব কার্যক্রম সম্পন্ন হয়েছে সেগুলো স্থগিত করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের দুই মাস না যেতেই কোনো রকম যাচাইবাছাই ছাড়া আওয়ামী লীগের অনুগত ও ছাত্রলীগের ক্যাডারদের পুনবার্সন করার জন্য ৪৩তম বিসিএসের ২ হাজার ৬৪ জনকে নিয়োগের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতার শামিল।’
সালাহউদ্দীন আহমদ বলেন, ‘ইতিমধ্যে ৪৪তম বিসিএসের ৩ হাজার মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার মূল্যায়ন শেষ পর্যায়ে। আর ৪৬তম বিসিএসের প্রিলিমারি পরীক্ষা শেষ হয়েছে। আমরা চাই ছাত্রলীগের ক্যাডারদের নিবৃত্ত করতে এই তিন নিয়োগ পরীক্ষা পুরোপুরি বাতিল করে নতুনভাবে পরীক্ষা নিতে হবে।’
পুলিশের নিয়োগ নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পতনের আগে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে ৮০৩ জনকে নিয়োগ করে। আমরা জানতে পেরেছি, এর মধ্যে ২০০ জনের বাড়ি গোপালগঞ্জে এবং ৪০৩ জন ছাত্র আন্দোলনে হত্যাকারী সংগঠন ছাত্রলীগের সদস্য। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকার সর্বশেষ ৬৭ জন এএসপিকে নিয়োগ প্রদান করে, যারা সবাই ছাত্রলীগের নেতা। এই পুলিশ কর্মকর্তাদের নিয়োগ বাতিল না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কলঙ্কমুক্ত হবে না।’
জাতীয় ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাবে মত–দ্বিমত জানানোর মাধ্যমে প্রথম ধাপের সংলাপ শেষ করলো বিএনপি। রাষ্ট্র পরিচালনায় ঝুঁকি এবং নির্বাহী বিভাগকে দুর্বল করতে পারে মনে করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলে (এনসিসি) একমত হয়নি দলটি। ডকট্রিন অব নেসেসিটি (প্রয়োজনের নিরিখে) বিবেচনায় রেখে প্রবীণতম তিনজন...
১০ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও উপাচার্যের পদত্যাগ দাবি করেছে দলটি।
১০ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণকে স্বস্তির মধ্যে আনতে হবে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক আইন মানলে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কোনো নেতাকেই ফাঁসি দেওয়া যেত না বলে মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার আজহারের আপিল শুনানির জন্য দিন ধার্যের পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে