Ajker Patrika

থমথমে পল্টন, হেফাজত-আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
থমথমে পল্টন, হেফাজত-আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

হেফাজতে ইসলামের ডাকা হরতালে রাজধানীর পল্টনে হেফাজত ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে। এসময় দুপক্ষকে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, গুলিস্তানের জিরো পয়েন্টে সকালের দিকে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সময়ে সেখানে অবস্থান নেয় হেফাজতে ইসলাম সমর্থকরা। তখন তারা পরস্পর বিরোধী স্লোগান দেওয়া শুরু করেন। একপর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দুপক্ষের মধ্যে।

এসময় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সবশেষ পল্টন মোড়ে ডাকবাংলো ভবনের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত