Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৭: ৩৮
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বিএনপির

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘কালো আইন’ বলে আখ্যা দিয়ে বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন ব্যবহার করে দমন-নিপীড়ন চালাচ্ছে সরকার। তাঁরা জনগণের সরকার নয় বলেই সামান্য সমালোচনাও সহ্য করতে পারছে না। এ কালো আইনের মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা, লেখার স্বাধীনতা, মুক্তচিন্তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। জনরোষ থেকে নিজেদেরকে রক্ষা করতে এ আইনটি ব্যবহার করা হচ্ছে। অতিমারী করোনার মধ্যেও এই আইনের অপপ্রয়োগ করে সরকার নিজেদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সরকার স্বাধীন ও বিরুদ্ধ মতকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে। এটি নিঃসন্দেহে একটি নির্যাতনমূলক কালো আইন। দেশ ও বিদেশের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনসহ সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ এই কালো আইন বাতিলের দাবি করলেও সরকার নিজেদের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে এই আইনের অপপ্রয়োগ করছে।’

মির্জা ফখরুল বলেন, যারা গণমাধ্যমে নিজের মত প্রকাশের চেষ্টা করছে কিংবা যারা সরকারবিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে, তাঁদের জীবনে ডিজিটাল নিরাপত্তা আইনের নিষ্ঠুর কালাকানুনে নেমে আসছে ভয়ঙ্কর দুর্বিষহ পরিণতি।

বিবৃতিতে খুলনায় সাংবাদিক, ফেনী ও নোয়াখালীর চাটখিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল। গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, হয়রানী বন্ধসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত