Ajker Patrika

সংলাপে যাবে কি না, চিঠি পেলে সিদ্ধান্ত নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২১: ১৭
সংলাপে যাবে কি না, চিঠি পেলে সিদ্ধান্ত নেবে বিএনপি

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে চলমান রাষ্ট্রপতির সংলাপে বসার বিষয়ে এখনো ‘হ্যাঁ’ বা ‘না’-কিছুই বলেনি বিএনপি। সংলাপের আমন্ত্রণ পেলে এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা হবে। সেখান থেকেই সিদ্ধান্ত হবে যে, বিএনপি সংলাপে যাবে কি যাবে না।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্পণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সেখানে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি মহাসচিব।

সংলাপ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল যে, আমরা নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনা করব না। রাষ্ট্রপতির সংলাপের জন্য এখনো আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ 

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অনেক দিন ধরেই বিএনপি ‘না’ বলে আসছে। রাষ্ট্রপতির সংলাপের বিষয়েও অনাগ্রহ দেখিয়েছে দলটি।

ইসি গঠন বিষয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে শুরু হয়েছে রাষ্ট্রপতির সংলাপ। সোমবার সংলাপের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসে জাতীয় পার্টি (জাপা)। বুধবার দ্বিতীয় দিনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সংলাপে বসার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত