Ajker Patrika

বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১১: ০৬
বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

নেতাকর্মী ও সমর্থকদের সমাগম ঘটে এ ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করেছে বিএনপি।

দলটির দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উদাসীনতার কারণে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির পরিপ্রেক্ষিতে জনগণ এবং দলীয় নেতাকর্মী, সমর্থকদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় জনগণ/নেতাকর্মী, সমর্থকদের সমাগম ঘটে- বিএনপির এ ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। তবে ফোন, সামাজিক গণমাধ্যম ও অ্যাপস ব্যবহারের মাধ্যমে নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি জনগণ এবং দলীয় নেতাকর্মী, সমর্থকদের প্রতি করোনাভাইরাসের ক্রমবর্ধমান অবনতির পরিপ্রেক্ষিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা বিধানে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানায় বিএনপি।

জানা গেছে, বুধবার বিকালে দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

গত ২৪ মার্চ করোনাভাইরাস ব্যাপক বিস্তারের কারণে বিএনপি স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর দলীয় সব অনুষ্ঠান ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করেছিল।    

গত বছরের মার্চ মাসের করোনা সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে গেলে কয়েক মাস বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত