Ajker Patrika

স্বল্প মেয়াদে নির্বাচনমুখী সংস্কার করতে হবে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৯: ২৬
স্বল্প মেয়াদে নির্বাচনমুখী সংস্কার করতে হবে: সালাহউদ্দিন আহমেদ

জনগণের আকাঙ্ক্ষা পূরণে স্বল্প মেয়াদে নির্বাচনমুখী সংস্কারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গণপরিষদ গঠন ও সংবিধান পুনর্লিখনের প্রস্তাবকে ‘অপ্রাসঙ্গিক’ মন্তব্য করে বিদ্যমান সংবিধানের মধ্য থেকেই এই সংস্কারের পরামর্শ দিয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এ পরামর্শ তুলে ধরেন। ’৯০-এর গণ–অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এই সভার আয়োজন করে। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সংলাপের প্রসঙ্গে টেনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের সংস্কার এবং নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি যে আপনি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচনের জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন। কবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যাব, মানুষ ইশারা পেতে চায়। আপনি সংস্কার করবেন অতি অবশ্যই।’ 

তিনি বলেন, ‘আমরাও সংস্কার চাই। এমন কিছু সংস্কার আছে, যে সংস্কারগুলো নির্বাচনমুখী, একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি, সেই সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে এবং এটা সংক্ষিপ্ত মেয়াদের সংস্কার।’

গণপরিষদ গঠন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ গণপরিষদ গঠনের কথা বলছেন, কেউ সংবিধান পুনর্লিখনের কথা বলছেন। একেকজনের একেক ধরনের চিন্তা থাকতে পারে, অনেক দলেরও থাকতে পারে। কিন্তু বাস্তবতা এবং সেটা বাস্তবায়নে সংস্কারের ওপর সর্বদলীয় একটি ঐকমত্য যখন প্রতিষ্ঠিত হবে, সেসব সংস্কার বাস্তবায়ন করা সহজ হবে। সেখানে গণপরিষদ তো অপ্রাসঙ্গিক। সেখানে সংবিধান পুনর্লিখন কী সম্ভব।’ 

তিনি বলেন, ‘যে সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে প্রয়োজনীয় গণমুখী ও গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি যেন প্রতিষ্ঠিত হয় জনগণের, আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, সেই রকম সংস্কারের জন্য আপনারা বলবেন। সবার সঙ্গে আলোচনা করে সাংবিধানিক সংস্কার করতে হবে—যেটা করতে নির্বাচিত সংসদ লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত