Ajker Patrika

সম্প্রীতি নষ্টকারীরা বাংলাদেশের বন্ধু নয়: মঈন খান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

সত্যিকারের ধার্মিকেরা একে অপরের ক্ষতি করতে পারে না। সর্বজনীয় ধর্মের শিক্ষা যখন নেব, তখন পৃথিবীতে কোনো দিন ধর্মের হানাহানি থাকবে না। 

আজ শনিবার দুপুরে উত্তরখানের মৈনারটেক এলাকার শিব দুর্গা পূজামণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এসব কথা বলেছেন। এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে পূজামণ্ডপ কমিটির হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন। 

মঈন খান বলেন, ‘যারা হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করছে, তাঁরা বাংলাদেশের বন্ধু নয়। যে দেশে হিন্দু মুসলমান শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে, সেখানে ধর্মীয় সংঘাত কেন হবে?’ 

এ সময় বিগত ১৫ বছরে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণের ঘটনা তৎকালীন সরকারের নাটক ছিল বলেও মন্তব্য করেন তিনি। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সংখ্যালঘু ধারণায় বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। দলমত-নির্বিশেষে আমরা সবাই এ দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই।’ 

বিএনপির এই নেতা বলেন, পৃথিবীতে যত ধর্ম এসেছে প্রত্যেকটি ধর্মের বলা হয়েছে, মানুষের কল্যাণে কাজ করার জন্য। সব ধর্মের কথা এক, ভালো কাজ করা, ন্যায় বিচার করা, সুন্দর সমাজ ব্যবস্থা করা। যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। 

অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উত্তরখান থানা বিএনপির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত