Ajker Patrika

হেফাজতের হরতালে অচল সরাইল

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
হেফাজতের হরতালে অচল সরাইল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরের প্রতিবাদ ও প্রশাসনের গুলিতে নিহতদের বিচারের দাবিতে হেফাজতের ডাকা হরতালে অচল হয়ে পড়েছে সরাইল।

রোববার ভোর থেকেই সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে গাছের ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে হরতাল সমর্থনকারীরা। কোন ধরনের যানবাহন চোখে পড়েনি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়, কুট্রাপাড়া ও শাহবাজপুর এলাকায়।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আলেম ওলামা মাদরাসার ছাত্ররা অবস্থান নিয়েছেন। হরতাল সমর্থনকারীদের হাতে রয়েছে লাঠি ও কাঠের টুকরা। বন্ধ রয়েছে সরাইল সদরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা যায়, এ সড়কে কোন যানবাহন চলছে না। সরাইল হাসপাতাল মোড় এলাকায় নেতৃত্ব দিচ্ছেন উচালিয়াপাড়া মাদরাসার খতিব মাওলানা মো. জহিরূল ইসলাম, মাওলানা মাঈনুল ইসলাম ও বিকাল বাজার হাটখোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমান উল্লাহ।

সরাইল-নাসিরনগর সড়কের কালিকচ্ছ থেকে সরাইলের উচালিয়া পাড়া মাদরাসা পর্যন্ত শতাধিক গাছের গোল ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছেন হরতালকারীরা।

তবে সকাল ৯টা পর্যন্ত সরাইল হাসপাতাল মোড় বা আশপাশের এলাকায় প্রশাসনের কোন সদস্য চোখে পড়েনি। সকাল সাড়ে ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল মোড় থেকে সরাইল সদরের দিকে প্রবেশ করে। মিছিলে অংশগ্রহনকারীদের হাতে ছিল লাঠিসোটা ও দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত