Ajker Patrika

‘যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মানবাধিকার থাকতে পারে না’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৫
‘যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মানবাধিকার থাকতে পারে না’ 

যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মানবাধিকার থাকতে পারে না। বর্তমান সরকার মানুষের অধিকারকে ক্ষুণ্ন করেছে, মানুষের কথা বলার অধিকারকে ক্ষুণ্ন করেছে, আইসিটি অ্যাক্ট দিয়ে সাংবাদিকদের গ্রেপ্তার করিয়েছে বলে মন্তব্য করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার বেলা ১১টায় টাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

মানবাধিকার ইস্যু ও বাংলাদেশের ভাবমূর্তি শীর্ষক গোলটেবিল আলোচনা সভাটি আয়োজন করে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। 

স্বাধীনতার ৫০ বছরের অর্জনকে আমরা সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠভাবে উদ্‌যাপন করতে পারি না উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘এত বছর পরও স্বাধীনতা নিয়ে দাবি বা গর্ব করার কোনো কিছুই আমাদের নেই। এই সরকার জনগণের সরকার না, তাই তাদের কথা চিন্তা করে না। মানবাধিকার লঙ্ঘনের আজকে বড় উদাহরণ আমাদের দেশনেত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। একটি বানোয়াট মামলায় তাঁকে সাজা দিয়ে কারারুদ্ধ করেছে। আজকে তাঁকে সাময়িকভাবে মওকুফ করে বাড়িতে থাকার সুযোগ দিয়েছিল। তিনি আজ অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আজকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে ঘৃণা ও নিন্দার পাত্র হয়েছে তা আমাদের জন্য দুর্ভাগ্য, যা দুঃখজনক।’

১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর যারা ক্ষমতায় এসেছেন তারা আমাদের মানুষই মনে করতেন না উল্লেখ করে সাবেক কূটনৈতিক সাকিব আলী বলেন, ‘গত পঞ্চাশ বছরের নকশায় আর বাংলাদেশ চলতে পারবে না। জনগণের অধিকারকে মেনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। বাংলাদেশের জনগণের ভাবমূর্তি আছে কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের মানুষের মানবাধিকার এখন চূড়ান্তভাবে লঙ্ঘিত হচ্ছে।’

রাষ্ট্রের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে উল্লেখ করে সভাপতির বক্তব্যে ব্যারিস্টার এম সরওয়ার হোসেন বলেন, রাষ্ট্রের সুশাসন নিশ্চিত হয় তিনটি বিভাগের মধ্যে সুশাসন বণ্টন করে। কিন্তু রাষ্ট্রের তিন বিভাগ এখন এক বিভাগ হয়ে গেছে। এখন রাষ্ট্র চলে গেছে আই এম দ্যা স্ট্রেট নীতিতে। উত্তর কোরিয়া ও মিয়ানমারে যেভাবে মানবাধিকার চর্চা হচ্ছে বাংলাদেশেও এখন তেমন হচ্ছে। অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশে একটি নৌ দুর্ঘটনায় এত মানুষ মারা গেলেন আর প্রধানমন্ত্রী রয়ে গেলেন মালদ্বীপে। ছয় দিনের সেই মালদ্বীপ সফর থেকে তিনি দেশের মানুষের জন্য কি নিয়ে এলেন তা আমি জানি না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত