Ajker Patrika

আন্দোলন ও ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি: ১২ দলীয় জোট

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২০: ৪০
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে নেতারা। ছবি: সংগৃহীত
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে নেতারা। ছবি: সংগৃহীত

সমমনা ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। শুরুতেই ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপি বৈঠক করে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘বিএনপি, ১২ দলীয় জোটসহ যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, আমাদের সেই আন্দোলন এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে।’

বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

মোস্তফা জামাল বলেন, ‘বর্তমানে দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের আগামী দিনে কর্মসূচি কি হওয়া উচিত, সেসব বিষয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। কিন্তু আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই নাই।’

বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা এবং জনভোগান্তিসহ নানা সমস্যা নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি জানান, ‘সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং আরও হবে। এই আলোচনার প্রেক্ষিতে করণীয় ঠিক করা হবে, যা পরে জানানো হবে।’

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে নেতারা। ছবি: সংগৃহীত
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে নেতারা। ছবি: সংগৃহীত

এ সময় বিগত দিনে ১২ দলীয় জোটের ভূমিকার প্রশংসা করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দীর্ঘ দিন যাবৎ ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। ফ্যাসিবাদ পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে ১২ দলীয় জোট।’

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গেও বৈঠক করে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এসব বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত