সৈয়দা সাদিয়া শাহরীন
আমরা এই প্রজন্ম মুক্তিযুদ্ধ চোখে দেখিনি। দেখিনি বাংলাদেশের বিজয়। তাই বলে কি মুক্তিযুদ্ধকে জানব না? বিজয়কে জানব না? বিস্তর বই-পুস্তক ঘাঁটাঘাঁটির পরও কেমন যেন করতে থাকে মন।
বাবার কাছে জানতে চাই, মায়ের কাছে জানতে চাই–কেমন ছিল তোমাদের যুদ্ধ? কেমন ছিল বিজয়ের উল্লাস? মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করতেন আমাদের কিশোর বাবা। কখনো সংবাদ, কখনো বুলেট পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন। একাত্তরের ২৫ মার্চ রাতে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি পালিয়ে ফিরতে ভোর হয়ে গিয়েছিল মায়ের। ঢাকা থেকে গা ঢাকা দিয়ে গাঁয়ের বাড়িতে পালিয়ে আশ্রয় নিতে হয় নানাবাড়ির সবাইকে। এমন গল্প শুনে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আর গর্বে চিকচিক করে চোখ।
বড়দের কাছে শুনেছি ৬ ডিসেম্বর ১৯৭১ সালে নাকি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া হয়। এ নিয়েও একদিন জানতে চাইলাম এক বর্ষীয়ানের কাছে। সঠিক উচ্চতা আর কম ওজনের কারণে মুক্তিবাহিনীতে নাম লেখাতে পারেননি তিনি। সেই আক্ষেপ নেই। কেননা, রণক্ষেত্রে না থাকলেও যুদ্ধ করে গেছেন প্রতিনিয়ত ৯ মাস। বাড়ি পঞ্চগড় থেকে পশ্চিমবঙ্গের বালুরঘাটে সপরিবারে চলে যান এপ্রিল মাসেই। পাকিস্তানি বাহিনী তাঁদের এলাকা দখল করলে তখন আর নিজের বাড়িতে থাকতে পারেনি তাঁর পরিবার। কলেজপড়ুয়া সেই তরুণ যখন নভেম্বরের শেষের দিকে শুনলেন ধীরে ধীরে শত্রুমুক্ত হচ্ছে প্রিয় বাংলাদেশ, তখন কোনো কিছুর পরোয়া না করে ফিরে এলেন নিজ এলাকায়। রেডিও তখন সবার হাতে ছিল না। হয় অবস্থাসম্পন্ন কারও বাড়িতে, না হয় হাট-বাজারের কোনো দোকানে রেডিও শুনতে ব্যাকুল বাঙালিরা জমায়েত হতো। বন্ধুর বাড়িতে আশ্রয় নেওয়া তরুণ লেপের নিচে শুয়ে রেডিও শুনতেন। সঠিক চ্যানেল আনতে কত যে টিউনিং করতে হয়েছে! এমনই এক সকালে, ডিসেম্বরের ৬ তারিখ বেতারবার্তায় শুনলেন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। আহা কী আনন্দ! বাজারে রেডিও শুনতে জড়ো হওয়া মানুষের উল্লাসের কথা মনে করে সেখানেই যেন ফিরে গেলেন তিনি। স্মৃতি হাতড়ে আমাকে বললেন, ‘আমরা সাধারণ মানুষ চাইছিলাম যেন ভারত একটা কিছু করে। তবেই জিততে পারব আমরা। সবার এই বিশ্বাসটা ছিল। কারণ, ভারত যেভাবে শরণার্থীদের আশ্রয় দিচ্ছিল, গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিল, তাতেই বোঝা গিয়েছিল ভারত আরেকটু সাহায্য করলেই আমরা স্বাধীনতা পাব।’ এর আগে ভারত ৩ ডিসেম্বর পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ভারতের স্বীকৃতি বাংলাদেশ থেকে পাকিস্তানি বাহিনীকে তাড়ানোর গতি ত্বরান্বিত করে।
জানতে চাইলাম আরেক গেরিলা প্রশিক্ষণপ্রাপ্ত বর্ষীয়ানের কাছে—কেমন ছিল সেদিনের অনুভূতি? যখন জানা হলো বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে ভারতের কাছ থেকে? আবছা স্মৃতির গভীরে গিয়ে জানালেন রেডিওতে শুনেছেন সেই খবর। মেঘালয়ের কোনো এক পাহাড়ে প্রশিক্ষণ শেষে যুদ্ধযাত্রার অপেক্ষায় থাকতেই জানতে পেরেছিলেন ৬ ডিসেম্বরের আগে, দু-এক দিনের মধ্যে স্বীকৃতি দেওয়া হবে বাংলাদেশকে। ভারতের স্বীকৃতি পাওয়া মানে তো বিজয়ের দরজায় কড়া নাড়ার মতো অবস্থা। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব অর্জনের প্রাক্কাল।
ফিরে যাই আবার প্রথম বর্ষীয়ানের কাছে। তাঁর এক আত্মীয় ছিলেন সরকারি চিকিৎসাকেন্দ্রের কম্পাউন্ডার। যতীন কম্পাউন্ডার নামেই এলাকার সবাই চিনতেন। পাকিস্তানি বাহিনীরা তাঁকে নাম জিজ্ঞেস করলে তিনি সরল মনেই উত্তর দেন, ‘যতীন কম্পাউন্ডার’। পাকিস্তানি সেনা হুংকার দিয়ে বলল, ‘ক্যায়া? তুম মুক্তি কা কমান্ডার হো?’ বলেই বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দিল যতীন কম্পাউন্ডারের বুক। যতীন কম্পাউন্ডারের মতো এ রকম হাজার হাজার বাঙালির ত্যাগের বিনিময়ে ধীরে ধীরে স্বাধীন হয়েছে আমাদের দেশ। সেসব গল্প আমরা শুনেই যাই, নিজেকে কল্পনা করে নিই একাত্তরের দিনপঞ্জিকায়। কখনো ৭ কিংবা ২৫ মার্চে, কখনো ১৭ এপ্রিলে, কখনো ৬ ডিসেম্বরে। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর ভারত যেভাবে আমাদের যোদ্ধাদের সঙ্গে থেকে ১৬ ডিসেম্বর এনে দিতে সাহায্য করেছে, তা প্রকৃত বন্ধুর কাজ বটে।
সৈয়দা সাদিয়া শাহরীন
সহসম্পাদক, আজকের পত্রিকা
আমরা এই প্রজন্ম মুক্তিযুদ্ধ চোখে দেখিনি। দেখিনি বাংলাদেশের বিজয়। তাই বলে কি মুক্তিযুদ্ধকে জানব না? বিজয়কে জানব না? বিস্তর বই-পুস্তক ঘাঁটাঘাঁটির পরও কেমন যেন করতে থাকে মন।
বাবার কাছে জানতে চাই, মায়ের কাছে জানতে চাই–কেমন ছিল তোমাদের যুদ্ধ? কেমন ছিল বিজয়ের উল্লাস? মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করতেন আমাদের কিশোর বাবা। কখনো সংবাদ, কখনো বুলেট পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন। একাত্তরের ২৫ মার্চ রাতে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি পালিয়ে ফিরতে ভোর হয়ে গিয়েছিল মায়ের। ঢাকা থেকে গা ঢাকা দিয়ে গাঁয়ের বাড়িতে পালিয়ে আশ্রয় নিতে হয় নানাবাড়ির সবাইকে। এমন গল্প শুনে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আর গর্বে চিকচিক করে চোখ।
বড়দের কাছে শুনেছি ৬ ডিসেম্বর ১৯৭১ সালে নাকি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া হয়। এ নিয়েও একদিন জানতে চাইলাম এক বর্ষীয়ানের কাছে। সঠিক উচ্চতা আর কম ওজনের কারণে মুক্তিবাহিনীতে নাম লেখাতে পারেননি তিনি। সেই আক্ষেপ নেই। কেননা, রণক্ষেত্রে না থাকলেও যুদ্ধ করে গেছেন প্রতিনিয়ত ৯ মাস। বাড়ি পঞ্চগড় থেকে পশ্চিমবঙ্গের বালুরঘাটে সপরিবারে চলে যান এপ্রিল মাসেই। পাকিস্তানি বাহিনী তাঁদের এলাকা দখল করলে তখন আর নিজের বাড়িতে থাকতে পারেনি তাঁর পরিবার। কলেজপড়ুয়া সেই তরুণ যখন নভেম্বরের শেষের দিকে শুনলেন ধীরে ধীরে শত্রুমুক্ত হচ্ছে প্রিয় বাংলাদেশ, তখন কোনো কিছুর পরোয়া না করে ফিরে এলেন নিজ এলাকায়। রেডিও তখন সবার হাতে ছিল না। হয় অবস্থাসম্পন্ন কারও বাড়িতে, না হয় হাট-বাজারের কোনো দোকানে রেডিও শুনতে ব্যাকুল বাঙালিরা জমায়েত হতো। বন্ধুর বাড়িতে আশ্রয় নেওয়া তরুণ লেপের নিচে শুয়ে রেডিও শুনতেন। সঠিক চ্যানেল আনতে কত যে টিউনিং করতে হয়েছে! এমনই এক সকালে, ডিসেম্বরের ৬ তারিখ বেতারবার্তায় শুনলেন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। আহা কী আনন্দ! বাজারে রেডিও শুনতে জড়ো হওয়া মানুষের উল্লাসের কথা মনে করে সেখানেই যেন ফিরে গেলেন তিনি। স্মৃতি হাতড়ে আমাকে বললেন, ‘আমরা সাধারণ মানুষ চাইছিলাম যেন ভারত একটা কিছু করে। তবেই জিততে পারব আমরা। সবার এই বিশ্বাসটা ছিল। কারণ, ভারত যেভাবে শরণার্থীদের আশ্রয় দিচ্ছিল, গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিল, তাতেই বোঝা গিয়েছিল ভারত আরেকটু সাহায্য করলেই আমরা স্বাধীনতা পাব।’ এর আগে ভারত ৩ ডিসেম্বর পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ভারতের স্বীকৃতি বাংলাদেশ থেকে পাকিস্তানি বাহিনীকে তাড়ানোর গতি ত্বরান্বিত করে।
জানতে চাইলাম আরেক গেরিলা প্রশিক্ষণপ্রাপ্ত বর্ষীয়ানের কাছে—কেমন ছিল সেদিনের অনুভূতি? যখন জানা হলো বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে ভারতের কাছ থেকে? আবছা স্মৃতির গভীরে গিয়ে জানালেন রেডিওতে শুনেছেন সেই খবর। মেঘালয়ের কোনো এক পাহাড়ে প্রশিক্ষণ শেষে যুদ্ধযাত্রার অপেক্ষায় থাকতেই জানতে পেরেছিলেন ৬ ডিসেম্বরের আগে, দু-এক দিনের মধ্যে স্বীকৃতি দেওয়া হবে বাংলাদেশকে। ভারতের স্বীকৃতি পাওয়া মানে তো বিজয়ের দরজায় কড়া নাড়ার মতো অবস্থা। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব অর্জনের প্রাক্কাল।
ফিরে যাই আবার প্রথম বর্ষীয়ানের কাছে। তাঁর এক আত্মীয় ছিলেন সরকারি চিকিৎসাকেন্দ্রের কম্পাউন্ডার। যতীন কম্পাউন্ডার নামেই এলাকার সবাই চিনতেন। পাকিস্তানি বাহিনীরা তাঁকে নাম জিজ্ঞেস করলে তিনি সরল মনেই উত্তর দেন, ‘যতীন কম্পাউন্ডার’। পাকিস্তানি সেনা হুংকার দিয়ে বলল, ‘ক্যায়া? তুম মুক্তি কা কমান্ডার হো?’ বলেই বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দিল যতীন কম্পাউন্ডারের বুক। যতীন কম্পাউন্ডারের মতো এ রকম হাজার হাজার বাঙালির ত্যাগের বিনিময়ে ধীরে ধীরে স্বাধীন হয়েছে আমাদের দেশ। সেসব গল্প আমরা শুনেই যাই, নিজেকে কল্পনা করে নিই একাত্তরের দিনপঞ্জিকায়। কখনো ৭ কিংবা ২৫ মার্চে, কখনো ১৭ এপ্রিলে, কখনো ৬ ডিসেম্বরে। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর ভারত যেভাবে আমাদের যোদ্ধাদের সঙ্গে থেকে ১৬ ডিসেম্বর এনে দিতে সাহায্য করেছে, তা প্রকৃত বন্ধুর কাজ বটে।
সৈয়দা সাদিয়া শাহরীন
সহসম্পাদক, আজকের পত্রিকা
রুমিন ফারহানা বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। তিনি সংরক্ষিত নারী আসন থেকে একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৫ ঘণ্টা আগেদেশে প্রতিবছর বহু প্রকল্প বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নের সময় মাঝে মাঝে সংবাদ চোখে পড়ে যে প্রকল্পের ভবন নির্মাণ করতে গিয়ে গাছ কাটা পড়ছে, বনভূমি উজাড় হচ্ছে, খাল ও জলাভূমি ভরাট হচ্ছে, নির্মাণস্থলে নির্মাণকাজের ফলে পরিবেশ দূষণ হচ্ছে, এমনকি কোনো কোনো প্রকল্প গ্রহণের ফলে পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব...
১৫ ঘণ্টা আগেপাহাড় রক্ষা করা যখন খুবই জরুরি, তখন সে পাহাড় কেটে গোটা অঞ্চলের জন্য বিপদ ডেকে আনছে একদল দুর্বৃত্ত। খাগড়াছড়ির পানছড়ি এলাকায় অবাধে পাহাড় কাটা হচ্ছে, অথচ সরকারি কর্মকর্তারা এ বিষয়ে দায়সারা বক্তব্য দিয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছেন।
১৫ ঘণ্টা আগে১৯৪৯ সালের ২৩ জুন মওলানা ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ। তখন শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, তাঁকে করা হয়েছিল দলের যুগ্ম সম্পাদক। পরবর্তী সময়ে শামসুল হক অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ায় শেখ মুজিবুর রহমানকে দলের সাধারণ সম্পাদক করা হয়।
২ দিন আগে