Ajker Patrika

১১ দেশ সফরে যেতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১১ দেশ সফরে যেতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

জনশক্তি রপ্তানি, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল ও দেশ বিরোধী প্রচারণা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের ১১টি দেশে সফরে যেতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আগামী ছয় মাসের মধ্যে এ সফর আয়োজনের সুপারিশ করেছেন কমিটির সদস্যরা।

জানা গেছে, কমিটি প্রথমে সৌদি আরব, বাহরাইন, ইউএই, ওমান, তুরস্ক, ব্রাসেলস, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্য পরিদর্শন করার সুপারিশ করেছিল। পরবর্তীতে তার সঙ্গে অস্ট্রিয়া ও সুইডেন অন্তর্ভুক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ওই সুপারিশের অগ্রগতিতে উল্লেখ করা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া, পূর্ব ইউরোপ ও সিআইএস এবং পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগ সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সফরসমূহ আয়োজনের কার্যক্রম সমন্বয় করছে। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বাংলাদেশ দূতাবাস অবহিত করেছে যে কমিটির সুবিধাজনক সময়ে তাঁরা সফর আয়োজন করার জন্য প্রস্তুত রয়েছে।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা হয়েছে বলে জানান কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সংখ্যায় যাই-ই হোক না কেন আমরা প্রাথমিকভাবে কিছু হলেও যদি প্রত্যাবাসন করতে পারি সেটা একটি সফলতা হবে। একবার শুরু করলে পারলে ভবিষ্যতে আরও অগ্রগতি হবে।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, হাবিবে মিল্লাত ও নাহিম রাজ্জাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত