Ajker Patrika

শোক ও শ্রদ্ধা জানাতে ২টার পর বন্ধ থাকবে উচ্চ আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১: ০৬
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার দুপুর ২টার পর থেকে বন্ধ থাকবে উচ্চ আদালতের বিচারকাজ। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সারা দেশের আদালতের কার্যক্রমের শুরুতে এক মিনিট নীরবতা পালন, আদালত প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং জেলা আদালতে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, গতকাল সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বৈমানিকসহ বহু শিক্ষার্থীর হতাহত হওয়ার পরিপ্রেক্ষিতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতির এই গভীর শোকের মুহূর্তে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দিনের বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালনের জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নির্দেশ প্রদান করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত