Ajker Patrika

বিমান বিধ্বস্ত: কারণ খুঁজতে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের দেশে-বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিমান বিধ্বস্তের কারণ খুঁজতে সাত দিনের মধ্যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া সারা দেশের স্কুল শিক্ষার্থীদের আইডি কার্ডে তাদের রক্তের গ্রুপ ও অভিভাবকের মোবাইল নম্বর লেখার বাধ্যবাধকতার বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুর রহমান রায়হানের জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এই আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

বিমান বিধ্বস্তে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের প্রত্যেকের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ঢাকাসহ জনবহুল এলাকায় প্রশিক্ষণ বন্ধ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত